২৩ জানুয়ারি থেকে আগামি ৩১ জানুয়ারি পর্যন্ত, টানা ৯ দিন ধরে রাজধানীতে পালন করা হবে 'ভারত পর্ব' ।
২৩ জানুয়ারি, মঙ্গলবার, ভারতের বীর দেশনেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) ১২৭ তম জন্মবার্ষিকী। এই উপলক্ষ্যে সারা দেশ জুড়ে মহা সমারোহে এবং সসম্মানে পালিত হচ্ছে নেতাজির জন্ম জয়ন্তী (Netaji Jayanti 2024) । সেই উদযাপন উপলক্ষ্যে রাজধানী দিল্লিও সেজে উঠছে তেরঙ্গা জাতীয় পতাকায়।
-
২৩ জানুয়ারি, নেতাজির জন্মদিন উপলক্ষ্যে এদিন সন্ধেবেলা দিল্লির লালকেল্লায় সশ্রদ্ধায় পালিত হবে 'পরাক্রম দিবস' (Parakram Diwas 2024) । নেতাজির জন্মদিবসকে আগেই ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনের সূচনার দিন হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রের মোদী সরকার (Modi Government) । সেই উদ্দেশ্যে ২৩ জানুয়ারি থেকে আগামি ৩১ জানুয়ারি পর্যন্ত, টানা ৯ দিন ধরে রাজধানীতে পালন করা হবে 'ভারত পর্ব' ।
কেন্দ্রের বিজেপি সরকারের দ্বারা পালিত এই 'ভারত পর্ব' অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রামলীলা ময়দান, লালকেল্লার মাধব দাস পার্কে। এই আয়োজনের ধারা পৌঁছে গিয়েছে নেতাজির বসতবাটির শহর কলকাতাতেও । আজ কলকাতার ধর্মতলায় (Dharmtala) নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে একটি মিছিলের আয়োজন করেছে বিজেপি । বিধানসভার প্রধান বিরোধী দলনেতা, তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে এগিয়ে যাবে এই মিছিল । প্রথমে কলকাতার ধর্মতলায় ডিএ এবং স্বচ্ছ নিয়োগ পদ্ধতির দাবিতে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চের অনশন কেন্দ্রের কর্মীদের সঙ্গে দেখা করে আজকের কর্মসূচি শুরু করলেন শুভেন্দু।