ফের রাজ্যপাল বনাম রাজ্য-বিজেপির দ্বন্দ্ব চরমে, 'ধিক্কার' স্লোগান তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

বাংলার নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রথম থেকেই রাজ্যের শাসক দল তৃণমূলকে সমর্থন করছেন বলে অভিযোগ তুলেছিল বিজেপি। বুধবার তাঁর ভাষণ শুরু হতেই বিরোধী স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। 

বুধবার পশ্চিমবঙ্গে বাজেট অধিবেশনের শুরুতেই উত্তাল হয়ে উঠল রাজ্য বিধানসভা। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর ভাষণ পাঠ করা শুরু করার সঙ্গে সঙ্গেই স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়কেরা। তাঁদের উচ্চ স্বরের তীব্রতায় রাজ্যপালের ভাষণ শোনাই মুশকিল হয়ে ওঠে। তবে, রাজ্যপাল এতে মোটেই বিচলিত হননি। বিরোধী দলের স্লোগানের মাঝেই সম্পূর্ণ ভাষণপাঠ শেষ করেন তিনি। তাঁর বক্তব্যে রাজ্যের আইন-শৃঙ্খলার প্রসঙ্গ উঠতেই সরব হয় বিজেপি। তৃণমূল সরকার-বিরোধী স্লোগান তুলতে থাকে গেরুয়া শিবির।

ভাষণের একটি অংশে রাজ্যপাল বলেন, ‘মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিগত বছর শান্তিপূর্ণভাবে কেটেছে। রাজ্যে আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পশ্চিমবঙ্গ সরকার সর্বদা তৎপর। আনন্দ ও সৌহার্দ্যের বাতাবরণে সব ধর্মীয় উৎসব পালিত হয়েছে।’ অতিমারীর সময়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সাধারণ মানুষের কষ্ট লাঘব করেছে রাজ্য সরকার, এমন বার্তাও ছিল ভাষণে। এরপরই বিজেপি বিধায়কেরা শাসক দলকে আক্রমণ করে স্লোগান দিতে শুরু করেন। রাজ্যপাল বক্তব্য পেশ করা শুরু করতেই তাঁরা স্লোগান তোলেন, “চাকরি চোর সরকার, আর নেই দরকার।”


 

Latest Videos

দুর্নীতি, বকেয়া ডিএ সহ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে জেলবন্দি করা প্রসঙ্গেও সরকারপক্ষের কাছে কৈফিয়ৎ চেয়ে স্লোগান তোলে পদ্মশিবির। পরে রাজ্যপালের ভাষণ শেষ হওয়ার আগেই রাজ্যপালকে ‘ধিক’ ‘ধিক’ স্লোগান দিতে দিতে বিধানসভা কক্ষ ছাড়েন তাঁরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াক-আউট করেন সমস্ত বিজেপি বিধায়ক। এমনকি, বাইরে বেরিয়েও স্লোগান দিতে থাকেন তাঁরা। যদিও এদিন সব বিধায়ক উপস্থিত ছিলেন না বিধানসভায়।

বিজেপি অভিযোগ করে যে, রাজ্যপাল রাজ্যের ‘পর্বতসমান দুর্নীতি’-কে আড়াল করে সরকারের গুণগান গাইছেন। ‘রাজ্যপালের মিথ্যা ভাষণ মানছি না, মানব না’ স্লোগান তুলে সকলে কক্ষত্যাগ করেন। রাজ্যপালের লিখিত বক্তব্যের প্রতিলিপিও ছিঁড়ে ফেলে দেন তাঁরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ‘লজ্জা, লজ্জা’ স্লোগান তোলেন। তবে, এতকিছুর পরও হাসিমুখে নিজের ভাষণ শেষ করে বেরিয়ে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আরও পড়ুন-

১০০ দিনের কাজে আর কেন্দ্রের ওপর নির্ভরতা নয়, বিকল্প স্কিম নিয়ে আসার পরিকল্পনা করছে রাজ্য
কুন্তলের মুখে বারবার শোনা যেত ‘কালীঘাটের কাকু’-র কথা, ইডি দফতরে মুখ খুললেন গোপাল দলপতি
আড়াই হাজারের কাছাকাছি পৌঁছে গেল তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা, ‘ভারত পাশে রয়েছে’, সাহায্যের বার্তা প্রধানমন্ত্রী মোদীর

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury