এখনও সংকটজনক অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়া হতে পারে দিল্লি AIIMS-এ

Published : Jun 19, 2025, 03:44 PM ISTUpdated : Jun 19, 2025, 03:45 PM IST

Abhijit Gangopadhyay: রীতিমত সংকটজনক অবস্থা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শনিবার থেকেই ভর্তি রয়েছেন কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতে পারে দিল্লিতে। 

PREV
110
সংকটজনক অভিজিৎ গঙ্গোপাধ্যায়

রীতিমত সংকটজনক অবস্থা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শনিবার থেকেই ভর্তি রয়েছেন কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে।

210
দিল্লি AIIMS-এর ভর্তি

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিল্লির AIIMS হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পরিকল্পনা করা হচ্ছে।

310
এখনও আইসিইউতে অভিজিৎ

শনিবার থেকে হাসপাতালে ভর্তি করা হলেও এখনও পর্যন্ত তিনি আইসিইউতেই রাখা হয়েছে। নাকে লাগান রয়েছে নল, স্যালাইন ও অক্সিজেন চলছে বলে হাসপাতাল সূত্রের খবর।

410
বিজেপির পরিকল্পনা

বিজেপি সূত্রের খবর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কলকাতা থেকে এয়ারলিফট করে দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বিজেপি নেতৃত্বের। কারণ তিনি এখনও অক্সিজেন সাপোর্টে রয়েছেন।

510
জিআই সেপসিসে আক্রান্ত

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরল সংক্রণ গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিস বা জিআই সেপসিসে আক্রান্ত।

610
পাশে পিএমও

বিজেপি সূত্রের খবর শনিবার থেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের খোঁজ খবর নিচ্ছে প্রধানমন্ত্রীর দফতর। তমলুকের সাংসদের আত্মীয়দের সঙ্গেও যোগাযোগ রেখেছে পিএমও। প্রয়োজনে পাশ থাকারও বার্তা দিয়েছে।

710
হাসপাতালের বিবৃতি

বুধবার দুপুরে আলিপুরের বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে অভিজিৎতের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সংকট কাটেনি। তাঁকে আইসিইউতে অতিরিক্ত পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

810
চিকিৎসকদের ইঙ্গিত

চিকিৎসকদের ইঙ্গিত অভিজিতের দীর্ঘ মেয়াদি চিকিৎসার প্রয়োজন রয়েছে। হাসাপতের এই কথা শুনেই বিজেপি দিল্লিতে নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা করানোর পরিকল্পনা করছে।

910
সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক

বিজেপি সূত্রের খবর, অভিজিৎকে এয়ারলিফট করে দিল্লিতে নিয়ে যাওয়া হলে সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক।

1010
বর্তমান অবস্থা

বর্তমানে অভিজিতের লো ফ্লো অক্সিজেন চলছে। ধীরে ধীরে অক্সিজেন দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শারীরিক অবস্থান বিশেষ কোনও অবনতি হয়নি। উন্নতিও হয়নি। তাই উদ্বেগ বাড়ছে বিজেপি নেতাদের মধ্যে।

Read more Photos on
click me!

Recommended Stories