- Home
- West Bengal
- West Bengal News
- DA Hike: বকেয়া ২৫% মহার্ঘ ভাতা দিতে ৪০০০ কোটি টাকা ঋণ নবান্নর? ডিএ-বিজ্ঞপ্তি নিয়ে বড় খবর
DA Hike: বকেয়া ২৫% মহার্ঘ ভাতা দিতে ৪০০০ কোটি টাকা ঋণ নবান্নর? ডিএ-বিজ্ঞপ্তি নিয়ে বড় খবর
West Bengal DA : সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ২৫% ডিএ দিতে এবার বড় অঙ্কের ঋণের পথে রাজ্য সরকার। রাজ্য সরকার প্রায় ৪০০০ কোটি টাকা ঋণ নেওয়া প্রক্রিয়া শুরু করেছে। সূত্রের খবর রাজ্য সরকার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াতে আবেদন করেছে।

বকেয়া ডিএ
সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য সরকারের কর্মীদের বকেয়া ২৫% ডিএ দিতে হবে ৬ সপ্তাহের মধ্যে।
বড় অঙ্কের ঋণের পথে
সুপ্রিম কোর্টের নির্দেশ মত বকেয়া ২৫% ডিএ দিতে এবার বড় অঙ্কের ঋণের পথে রাজ্য সরকার। বড় ঋণের পথে যাচ্ছে রাজ্য সরকার।
অর্থ দফতরের তৎপরতা
ইতিমধ্যেই অর্থ দফতর মার্কেট বরোয়িং প্রক্রিয়া শুরু করেছে। যদিও নবান্ন এখনও এই বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেনি।
সূত্রের খবর
নবান্ন সূত্রের খবর রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে এবার ঋণ নেওয়ার তোড়জোড় শুরু করেছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ
ডিএ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ৩০ জুনের মধ্যে বকেয়া ২৫ শতাংশ ডিএ মেটাতে হবে রাজ্য সরকারকে। আর ১৫ জুনের মধ্যে সরকারের অবস্থান জানাতে হবে। যদিও এখনও সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করেনি।
ঋণের অঙ্ক
নবান্ন সূত্রের খবর বকেযা ২৫ শতাংশ ডিএ মেটাতে রাজ্য সরকার প্রায় ৪০০০ কোটি টাকা ঋণ নেওয়া প্রক্রিয়া শুরু করেছে। সূত্রের খবর রাজ্য সরকার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াতে আবেদন করেছে।
টাকার প্রয়োজন
সম্প্রতি সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়েছিল, বকেয়া ডিএর পুরোটা মেটাতে রাজ্যের খরচ হবে প্রায় ৪০ হাজার কোটি টাকা। শীর্ষ আদালত বলেছে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ অবিলম্বে মেটাতে হবে অর্থাৎ আদালতের নির্দেশ মেনে রাজ্যকে ১০ হাজার কোটি টাকা দিতে হবে কর্মীদের।
চলতি সপ্তাহেই বিজ্ঞপ্তি জারি!
নবান্ন সূত্রের খবর সবকিছু ঠিকঠাক থাকলে রাজ্য সরকার চলতি সপ্তাহেই ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশিত সময়সীমা ইতিমধ্যেই পার হয়ে গেছে।
বকেয়া মহার্ঘ ভাতা
রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের কাছে কর্মীদের প্রায় ৪০,০০০ কোটি টাকা মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে।
স্বস্তি পাবেন সরকারি কর্মীরা
নবান্ন যদি ঋণের অর্থ রাজ্যের সরকারি কর্মীদের ডিএ প্রদানে ব্যবহার করে তাহলে স্বস্তি পাবেন সরকারি কর্মীরা।
বিজ্ঞপ্তি জারির দাবি
সুপ্রিম কোর্টের নির্দেশিত সময়সীমা পার হয়ে যাওয়ার পরেও ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়নি, যা নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের ক্ষোভ বাড়ছে। অনেকেই এই বিষয়টির মধ্যে আদালত অবমাননা দেখতে পাচ্ছেন।
বাকি অংশের দাবি
তবে অন্য অংশ অবস্য দাবি করছেন, ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার আগে রাজ্য সরকার একটি অর্থনৈতিক রূপরেখা তৈরি করছে। আর সেই কারণেই বিষয়টি দেরি হচ্ছে। যদিও নবান্ন ডিএ সংক্রান্ত ব্যাপারে এখনও পুরোপুরি চুপ রয়েছে।

