
BJP News in West Bengal: মদের নেশায় চূর হয়ে নিজের দলের কর্মীর বাড়িতেই ভাঙচুর চালানোর অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। তিনি আবার এলাকার পঞ্চায়েত প্রধানও। তবে তিনি একা নন, তাঁর দলবলের বিরুদ্ধেও একই অভিযোগ সামনে এসেছে।
শনিবার রাতে, ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার বেতাই দক্ষিণ জিতপুর এলাকায়। স্থানীয় বাসিন্দা উজ্জ্বল বিশ্বাস জানিয়েছেন, প্রতি বছরই এলাকার ক্লাবের তরফ থেকে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। কিন্তু গত বছরের প্রায় ৩০,০০০ টাকা জমা রয়েছে বেতাই-২ গ্রাম পঞ্চায়েত প্রধান বিকি বিশ্বাসের কাছে। এবার সেই ক্লাবের প্রতিনিধি হলেন উজ্জ্বল বিশ্বাস। তিনি সেই টাকা যখন চাইতে গেছিলেন, সেই সময় পঞ্চায়েত প্রধানের সঙ্গে তাঁর বচসা হয়।
এরপর আরও কয়েকজনের উপস্থিতিতে প্রাথমিকভাবে সেই সমস্যা মিটে গেলেও, শনিবার রাতে ফের একবার দলবল নিয়ে পঞ্চায়েত প্রধান তাঁর বাড়িতে আসেন বলে উজ্জ্বলবাবু জানিয়েছেন। সেই সময় অবশ্য বাড়িতে ছিলেন না তিনি। উজ্জ্বলের অভিযোগ, এরপরই তাঁকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করা হয় এবং তাঁর ঘরে না থাকার সুযোগ নিয়ে উজ্জ্বলবাবুর বাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ।
তেহট্ট-৩ নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি অসীম বিশ্বাস এই প্রসঙ্গে বলেন, উজ্জ্বল বিশ্বাস তাদের দলেরই একজন সমর্থক। কিন্তু দলের এক সমর্থকের বাড়ি ভাঙচুর করা নিয়ে সেই দলেরই প্রধানের দিকে আঙুল উঠতেই বিষয়টি নিয়ে বেশ নিন্দা জানিয়েছেন তিনি। অসীমবাবুর কথায়, “এই বিষয়টি নিয়ে খোঁজ নিতে হবে। এই ধরনের ঘটনা ঘটে থাকলে দল তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে।”
উল্টে আবার সমস্ত অভিযোগ পত্রপাট খারিজ করে দিয়েছেন পঞ্চায়েত প্রধান বিকি বিশ্বাস। তিনি আবার পালটা অভিযোগ করেছেন, ঐ যুবক নাকি নিজেই এমন সব ঘটনা ঘটিয়ে, তাঁর দিকে অভিযোগের আঙুল তুলছেন। এদিকে আবার বিজেপি নেতৃত্বকে এই বিষয়ে প্রশ্ন করা হলে, তারা রীতিমতো দায় এড়িয়ে গেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।