বিজেপির অন্যতম সহ-সভাপতি রথীন্দ্রনাথ বোস জানিয়েছেন, যারা বিস্তারক হবে তারা দল, দলীয় নীতি, ভাবধারা সম্পর্কে কতটা জানেন তা আলোচনার মাধ্যমে জানতে চাওয়া হবে। তাই সেটাই লিখিত ভাবে যাচাই করা হবে। নির্বাচিতদের দুই দিনের প্রশিক্ষণ শিবিরে পাঠান হবে বলেও জানিয়েছেন।