বিস্তারক বাছতে লিখিত পরীক্ষা বিজেপিতে, দুই ধাপে খতিয়ে দেখেই কর্মী নিয়োগ পদ্ম শিবিরে

Published : Sep 22, 2025, 12:19 PM IST

BJP News: এবার শুধু আবেদন করলেই হবে না। বিজেপির বিস্তারক পদের দায়িত্বের জন্য লিখিত পরীক্ষা দিতে হবে। প্রায় ৫০০ জনের পরীক্ষা নেওয়া হবে। বিস্তারক নিয়োগে পরীক্ষা নেবে বিজেপি। পুজোর আগেই শেষ হবে নিয়োগ প্রক্রিয়া।  

PREV
16
বিজেপির টার্গেট

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পাখির চোখ বিজেপির। তার আগেই নিজেদের ঘর গুছিয়ে নিয়ে তৎপর গেরুয়া শিবির। পুজোর পর থেকেই বিজেপি নিবিড় ভোট প্রচার শুরু করবে। সেই কারণে নিয়োগ করা হবে বিস্তারক। তবে এবার বিস্তারক নিয়োগের জন্য সম্পূর্ণ অন্য পথে হাঁটছে বিজেপির।

26
বিস্তারকের কাজ

রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে বিস্তারক নিয়োগ করা হয়। এঁরা রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্রে পৌঁছে যাবেন। তাঁরা এলাকায় গিয়ে সংগঠনের বিস্তার আর সাংগঠনিক সমন্বয়ের কাজ করবেন। এই কৌশল এর আগে ২০২১ সালে নিয়েছিল বিজেপির।

36
বিস্তারকের যোগ্যতা বিচার

এতদিন ধরে বিজেপি বিস্তারক নিয়োগ করতে তাদের যোগ্যতা খুঁটিয়ে দেখিনি। শুধুমাত্র দলীয় কর্মী হলেই চলত। আবেদনের ভিত্তিতেই নিয়োগ করা হয়। কিন্তু এবার বিস্তারকের যোগ্যতা দুই থেকে তিনটি ধাপে খতিয়ে দেখে নিতে চায় গেরুয়া শিবিরের নেতারা।

46
যোগ্যতা বিচার

বিজেপি সূত্রের খবর এবার বিস্তারকের যোগ্যতা বিচারের জন্য তাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই তাদের ডাকা হবে গ্রুপ ডিসকাশন ও ভাইবা পরীক্ষায়। বিস্তারকদের যোগ্যতা খতিয়ে দেখে তবেই নিয়োগ করা হবে।

56
আবেদনকারীর সংখ্যা

বিজেপি সূত্রের খবর, এবারের আবেদনকারীর সংখ্যা আগের তুলনায় অনেক বেশি। বিজেপি সূত্রের খবর এবারে প্রায় ৫০০ জন বিস্তারক হওয়ার জন্য আবেদন করেছেন। আগামী ৪-৫ দিনের মধ্যে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল চাইছেন বাছাই প্রক্রিয়ার মধ্যে দিতে বিস্তারক নিয়োগ করা হবে। বিজেপি সূত্রের খবর বিস্তারক নিয়োগ স্বজনপোষণের অভিযোগ যাতে না ওঠে তারজন্যই এই ব্যবস্থা কার্যকর করা হবে।

66
কী কী দেখা হবে?

বিজেপির অন্যতম সহ-সভাপতি রথীন্দ্রনাথ বোস জানিয়েছেন, যারা বিস্তারক হবে তারা দল, দলীয় নীতি, ভাবধারা সম্পর্কে কতটা জানেন তা আলোচনার মাধ্যমে জানতে চাওয়া হবে। তাই সেটাই লিখিত ভাবে যাচাই করা হবে। নির্বাচিতদের দুই দিনের প্রশিক্ষণ শিবিরে পাঠান হবে বলেও জানিয়েছেন।

Read more Photos on
click me!

Recommended Stories