H-1B visa ফি বৃদ্ধিতে কতটা লাভ হবে ভারতীয়দের? জানিয়ে দিলেন বিশেষজ্ঞরা
H-1B visa fees: মার্কিন যুক্তরাষ্ট্র H-1B ভিসার ফি বৃদ্ধি নিয়ে শুরু হয়েছে তরজা। এতে ভারতের কতটা লাভ বা ক্ষতি তাই নিয়ে জলমাপা শুরু হয়েছে। একপক্ষ বলছে ভারতের লাভ।
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয়দের জন্য H-1B ভিসার জন্য ফি বাড়িয়েছে। এবার থেকে আবেদনকারীদের বার্ষিক আবেদনের জন্য ১০০০০০ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯০ লক্ষ টাকা ফি দিতে হবে। নতুন এই ঘোষণার কারণে কিছুটা হলেও ব্যাকফুটে ভারতীয়রা।
ভিসা ফি বৃদ্ধিতে তরজা
মার্কিন যুক্তরাষ্ট্র H-1B ভিসার ফি বৃদ্ধি নিয়ে শুরু হয়েছে তরজা। এতে ভারতের কতটা লাভ বা ক্ষতি তাই নিয়ে জলমাপা শুরু হয়েছে। একপক্ষ বলছে ভারতের লাভ। অন্যপক্ষের কথায় এবার মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের সংখ্যা কিছুটা হলেও কমবে। আসুন দেখে নিন ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতের ঠিক কতটা লাভ বা ক্ষতি হল।
H-1B ভিসার সমস্যা
বর্তমানে H-1B ভিসার ফি কোম্পানির আকার, অন্যান্য খরচের ওপর নির্ভর করে। বার্তমানে এই ভিসার জন্য ২০০০ থেকে ৫০০০ মার্কিন ডলার ফি দিতে হয়। এই ভিসার মেয়াদ তিন বছর। মার্কিন কোম্পানিগুলি দক্ষ ও বিদেশি পেশাদারদের আকর্ষণ করার জন্য H-1B ভিসা ব্যবহার করছিল।
নীতি আয়োগের সিইওর মন্তব্য
H-1B ভিসার ফি বৃদ্ধিতে ভারতের লাভ হবে বলেই মন্তব্য করেছেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, 'ডোনাল্ড ট্রাম্পের ১০০,০০০ ডলারের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধি মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্ভাবনে বাধা তৈরি করবে। বিশ্বব্যাপী প্রতিভার দরজা বন্ধ করে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ল্যাব, পেটেন্ট, উদ্ভাবন ও স্টার্টআপের পরবর্তী ঢেউ বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে ও গুরগাঁওয়ে ঠেলে দিচ্ছে।'তাঁর কথায় এবার ভারতীয় মেধা ভারতই কাজে লাগানোর সুযোগ পাবে।
ইনফোসিসের প্রাক্তন কর্তার মত
ইনফোসিসের প্রাক্তন কর্তা ও অভিজ্ঞ বিনিয়োগকারী মোহনদাস পাইয়ের মতে আমেরিকা H-1B ভিসার জন্য ফি বৃদ্ধি করা আবেদনকারীদের নিরুৎসাহিত করবে। প্রথমত এই নিয়ম ইতিমধ্যেই যারা সেখানে রয়েছে তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। এটি ভবিষ্যৎ আবেদনকারীদের ওপর প্রভাব ফেলতে পারে। নতুন আবেদন হ্রাস করতে পারে। কেউ এরজন্য ১০০০০০ ডলার দেবে না, এটিএকেবারে সত্য।

