বিজেপির সাংগঠনিক বৈঠকে স্বস্তি পান না শুভেন্দু! অনুপস্থিতি নিয়ে বলেছেন সুকান্ত মজুমদার

Published : Jan 21, 2025, 08:20 PM IST
Suvendu Adhikari and Sukanta Majumdar sat together and listened to Narendra Modi mann ki baat bsm

সংক্ষিপ্ত

মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় কমিটির পর্যবেক্ষক সুনীল বনসল -সহ রাজ্যের শীর্ষস্থানীয় বিজেপি নেতারা উপস্থিত ছিলেন সাংগঠনিক বৈঠকে। 

বিজেপির (BJP ) সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাই নিয়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। সুকান্ত মজুমদার বলেছেন, 'শুধু এখন নয়, আগেও উনি আসতেন নাা। উনি ব্যস্ততম নেতা।' তবে সুকান্তর এই মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে বিজেপির অন্দরে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত সুকন্ত মজুমদার কিছুই বলেননি।

মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় কমিটির পর্যবেক্ষক সুনীল বনসল -সহ রাজ্যের শীর্ষস্থানীয় বিজেপি নেতারা উপস্থিত ছিলেন সাংগঠনিক বৈঠকে। রাজ্য বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও ছিলেন না শুভেন্দু অধিকারী। এদিন সাংগঠনিক বৈঠকে সুকান্ত বলেন, 'সাংগঠনিক বৈঠক তো বিরোধী দলনেতার ডাক থাকে না সবসময়। তাঁকে নিয়ে আমরা আলাদা করে বসি। এখন শুধু নয়, আগেও উনি আসতেন না।' তবে বর্তমানে শুভেন্দু অধিকারী ব্যস্ত রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

আগামী বছর বিধানসভা নির্বাচন। গত লোকসভা নির্বাচনে যখেষ্ট খারাপ ফল করেছিল বিজেপি। বিধানসভা নির্বাচন পাখির চোখ করেই লড়াই করার তোড়জোড় শুরু হয়েছে গেরুয়া শিবিরের মধ্যে। ঘর গোছাতে মরিয়া বিজেপি। কিন্তু সেই বৈঠকেই শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি বিয়ে সুকান্ত মজুমদার বলেছেন, 'সাংগঠনিক বৈঠকে উনি কমফোর্ট ফিল করেন না। কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেক দীর্ঘ হয়। ওনার অনেক প্রোগ্রাম থাকে। উনি তো পশ্চিমবঙ্গের ব্যস্ততম নেতা। স্বাভাবিকভাবেই তাঁকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। সময় পাবেন কোথায়!' যদিও রাজ্য বিজেপিতে শুভেন্দু আর সুকান্ত মধ্যে দূরত্ব রয়েছে বলেও অনেকে মনে করেন। যদিও বিজেপি নেতারা এই বিষয়ে কিছুই বলেন না। তাঁদের কথায় দলের জন্য  তারা সব কাজ করতে রাজি। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Dilip Ghosh: ‘বাবরের নামে কোনও মসজিদ হবে না!’ সরাসরি হুমায়ুনকে চ্যালেঞ্জ দিলীপের
Adhir Ranjan Chowdhury: ‘ভোটের সময় ওনাকে প্রমাণ করতে হয় উনি অনেক বড় হিন্দু!’ মমতাকে ধুয়ে দিলেন অধীর