'বাংলার মেহনতি মানুষের মাথায় হাতুড়ি মারলেন', দুর্গাপুজোর অনুদান নিয়ে মমতাকে তুলোধনা বিজেপির

Published : Aug 01, 2025, 12:03 PM IST

দুর্গাপুজো অনুদান ২৫ হাজার টাকা বৃদ্ধি করে ১ লক্ষ ১০ হাজার টাকা করা হয়েছে। পাশাপাশি বিদ্যুতের মাশুলেও ৮০ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুজো অনুদান ঘোষণা করতেই ফুঁসে উঠেছে বিজেপি ও বামেরা। 

PREV
15
পুজো অনুদানের প্রতিক্রিয়া বিজেপির

বৃহস্পতিবার কলকাতায় পুজো অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো অনুদান ২৫ হাজার টাকা বৃদ্ধি করে ১ লক্ষ ১০ হাজার টাকা করা হয়েছে। পাশাপাশি বিদ্যুতের মাশুলেও ৮০ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুজো অনুদান ঘোষণা করতেই ফুঁসে উঠেছে বিজেপি। শুভেন্দু অধিকারী থেকে সজল ঘোষ প্রত্যেক বিজেপি নেতা সরব হয়েছেন মমতা ও তাঁর সরকারের বিরুদ্ধে।

25
শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া

বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, যেসব পুজো কমিটি অনুদানের টাকা নেবে না তাদের পাশে তিনি থাকবেন। তিনি বলেছেন, 'তিলোত্তমাকে খুন করেছে ওর লোকেরা। নারীরা সুরক্ষিত নয়। বাংলায় বেকারদের শেষ করছে।' তারপরই তিনি বলেন, ' যারা শর্তাধীন তারা ব্যানার টাঙাবেন না। যারা প্রত্যাখ্যান করবেন আমার কাছে আসুন। আমি পুজো কমিটির সঙ্গে থাকব।'

35
সজল ঘোষের প্রতিক্রিয়া

সজল ঘোষ সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির সর্বময় কর্তা। তিনিও অনুদানের বিরোধিতা করেছেন। বলেছেন, 'সরকারি টাকায় উনি নিলাম করলেন, নিলাম করে ক্লাব কিনলেন। ৮৫ হাজার, ৯০ হাজার ১ লক্ষ, ১ লক্ষ ১০ হাজার বলেও তিনবার হাতুড়ি ঠুকে দিলেন।' তিনি বলেছেন, বাংলার মেহনতি মানুষের মাথায় হাতুড়ি মারলেন। যারা ডিএর জন্য লড়াই করছেন তাদের বঞ্চিত করলেন।

45
সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া

অনুদানের বিরুদ্ধে সরব বামেরাও। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'রাজ্য সরকারের টাকা নেই বলে রাস্তা হচ্ছে না। রাস্তায় মানুষ মরছে। সরকারের টাকা নেই বলে স্কুল কলেজের ১২টা বেজে গিয়েছে। সরকারের টাকা নেই বলে কাজের কোনও ব্যবস্থা হচ্ছে না। ওগুলো চলুক। কিন্তু মেলা-খেলা থেকে মুখ্যমন্ত্রী এক ইঞ্চিও সরবেন না। কারণ ভোট।'

55
অনুদানের পরিমাণ

২০২৩ সালের তুলনায় গত বছর অর্থাৎ ২০২৪ সালে অনুদানের টাকা একধাক্কায় ১৫ হাজার বাড়ান হয়েছিল। ২০২৩ সালে অনুদান দিয়েছিল ক্লাবপ্রতি ৭০ হাজার টাকা। ২০২৪ সালে সেই অনুদানের টাকা বাড়িয়ে করা হয়েছেল ৮৫ হাজার টাকা। ২০১৮ সালে ১০ হাজার টাকা করে অনুদান দিয়েছিলেন. ২০১৯ সালে অনুদানের পরিমাণ বাড়িয়ে করা হয়েছিল ২৫ হাজার টাকা। গত বছর আরজি কর কাণ্ডের জন্য অনেকগুলি ক্লাব অনুদান ফিরিয়ে দিয়েছিল।

Read more Photos on
click me!

Recommended Stories