দুর্গাপুজোর অনুদান একধাক্কায় ২৫ হাজার টাকা বাড়লের মমতা, ক্লাবের বৈঠকে বড় ঘোষণা

Published : Jul 31, 2025, 07:20 PM ISTUpdated : Jul 31, 2025, 07:28 PM IST

Durga Puja: গত বছর পুজো কমিটিগুলিকে ৮৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছিল। এবছর অনুদান বাড়ানোর কথা গতবছরই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

PREV
16
নেতাজি ইন্ডোরে বড় ঘোষণা

দুর্গাপুজোর অনুদানে বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জেলা ও কলকাতার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক হয়। সেখানেই অন্যান্যবারের মত এবারের দুর্গাপুজোর অনুদানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে পুজো কমিটিগুলির জন্য যে বিশেষ ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে তারও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা এদিন পুজো কার্নিভাল ও প্রতিমা নিরঞ্জনের দিনক্ষণের কথাও ঘোষণা করেছেন।

26
দুর্গাপুজোর অনুদান ঘোষণা

গত বছর পুজো কমিটিগুলিকে ৮৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছিল। এবছর অনুদান বাড়ানোর কথা গতবছরই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে অঙ্কের টাকার কথা বলেছিলেন তার থেকে বেশি পরিমাণে অনুদান বৃদ্ধি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দুর্গাপুজোর অনুদান হিসেবে ক্লাব পিছু ১ লক্ষ ১০ হাজার টাকা করে দেবেন বলে ঘোষণা করেছেন। পাশাপাশি বিদ্যুতের বিলেও ৮০ শতংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা।

১১০০০০
দুর্গা পুজোর অনুদান ঘোষণা মমতার
দুর্গাপুজোর অনুদানে বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জেলা ও কলকাতার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক হয়
36
বাড়ল ২৫ হাজার টাকা

গত বছর পুজো কমিটিগুলিতে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। এই বছর পূর্বের ঘোষণার থেকেও ১০ হাজার টাকা বেশি দিচ্ছেন। সবমিলিয়ে একধাক্কায় ২৫ হাজার টাকা অনুদান বৃদ্ধি করেছেন। বিদ্যুৎ বিলেও বাম্পার ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা। যাতে রীতিমত খুশি পুজো উদ্যোক্তারা।

46
পুজো কার্নিভাল

মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন চলতি বছর ৫ অক্টোবর পুজো কার্নিভাল হলে কলকাতায়। ২.৩ ও ৪ অক্টোবর - এই তিন দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জনের করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন পুজোর সময় নজরদারি বাড়ান হবে। ট্র্যাফিক ব্যবস্থায় জোর দেওয়া হবে। মহিলাদের জন্য পিঙ্ক পুলিশের ব্যবস্থা করা হবে। নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে ড্রোন ও সিসি ক্যামেরা।

56
নিরাপত্তা জোরদার

এ বছর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শারদোৎসব। প্রস্তুতি শুরু করে দিয়েছে পুজো কমিটিগুলি। সেই আবহে বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন রাজ্যের প্রশাসনিক শীর্ষকর্তারা, কলকাতা পুরসভা, দমকল বিভাগ, সিইএসসি, পুলিশ প্রশাসন, পরিবহণ ও স্বাস্থ্য দফতরের মতো পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা।

66
অনুদানের পরিমাণ

২০২৩ সালের তুলনায় গত বছর অর্থাৎ ২০২৪ সালে অনুদানের টাকা একধাক্কায় ১৫ হাজার বাড়ান হয়েছিল। ২০২৩ সালে অনুদান দিয়েছিল ক্লাবপ্রতি ৭০ হাজার টাকা। ২০২৪ সালে সেই অনুদানের টাকা বাড়িয়ে করা হয়েছেল ৮৫ হাজার টাকা। ২০১৮ সালে ১০ হাজার টাকা করে অনুদান দিয়েছিলেন. ২০১৯ সালে অনুদানের পরিমাণ বাড়িয়ে করা হয়েছিল ২৫ হাজার টাকা। গত বছর আরজি কর কাণ্ডের জন্য অনেকগুলি ক্লাব অনুদান ফিরিয়ে দিয়েছিল।

Read more Photos on
click me!

Recommended Stories