SIR প্রক্রিয়ায় গন্ডগোল পাকাতে ইচ্ছাকৃত ভুল- তৃণমূলের চক্রান্ত, প্রতিক্রিয়া দিলীপ ঘোষের

Published : Jan 30, 2026, 12:13 PM IST
Dilip Ghosh criticized Mamata Banerjee govt over  Beldanga issue

সংক্ষিপ্ত

DILIP GHOSH: বাংলায় এসআইআর থেকে শুরু করে আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে সরব দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূল চক্রান্তে ভয়ঙ্কর পরিণতি হচ্ছে। রাজ্যের শিল্প নিয়েও সরব দিলীপ ঘোষ। 

শুক্রবার সকালেই নিউটাউনে খোস মেজাজে দিলীপ ঘোষ। ইকোপার্কে প্রাতঃভ্রমণে সাবাদিককদের প্রশ্নের উত্তর দেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি রাজ্যে চলা এসআইআর প্রক্রিয়া থেকে শুরু করে অমিত শাহের রাজ্য সফর ও আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। একাধিক ক্ষেত্রে তিনি রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সেখানেই দিলীপ ঘোষ রাজ্য সরকার ও মমতা বন্দ্যোপাধ্য়ায়কে একহাত নেন বিজেপি নেতা।

কমিশনের সঙ্গে সংঘাতে রাজ্য!

কমিশনের অনুমতি ছাড়া এসআইআর এর কাজে নিযুক্ত তিন আইএএস আধিকারিকের মধ্যে ২ জনকে বাড়তি দায়িত্ব ও একজনকে বদলি করে নবান্ন। কমিশনের কঠোর নির্দেশ বদলি বাতিল করার। নবান্নের তরফে এখন সেই নির্দেশ বাতিল না করে উল্টে কমিশনের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি। এসআইআর প্রক্রিয়ার বিলম্ব ঘটাতে কি রাজ্য ইচ্ছা করেই কমিশনের সঙ্গে সংঘাতে যেতে চাইছে ? তিন আমলা নিয়ে বিতর্কের মধ্যে এমনই মন্তব্য করেন দিলীপ ঘোষ।

অমিত শাহের বঙ্গ সফর

ভোটের বাংলায় ফের ২ দিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার কলকাতায় আসছেন অমিত শাহ। রাতেই নিউটাউনের হোটেলে বৈঠক। শনিবার ব্যারাকপুর ও শিলিগুড়িতে সভা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বভারতীয় সভাপতি এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর সভার জন্য শিল্পাঞ্চলগুলিকেই কেন বেছে নেওয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, অমিত শাহের এই বাংলা সফর মূলত কর্মিসভার জন্য। দলের নেতা কর্মীদের সঙ্গে ভোটের কৌশল

নিয়ে আলোচনা হতে পারে বলে দাবি করেছেন দিলীপ। পাশাপাশি তিনি বলেন, প্রতিবেশী রাজ্য ওড়িশায় শিল্প হচ্ছে। এই রাজ্যে কেন হচ্ছে না? বাংলায় শিল্পই ভোটের এজেন্ডা হতে পারে।

আনন্দপুরের আগুন নিয়ে প্রশ্ন

মৃত্যুপুরী আনন্দপুরে ডেকরেটসের মালিক গ্রেফতার হলেও এখনও মোমো কোম্পানির কেউ গ্রেফতার নয় কেন? আগুন তো দু দিকেই লেগেছিল ? এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, টিএমসি এখানে কাটমানি নিয়েছিল। তাই আসল সমস্যায় যাচ্ছে না। নজর ঘোরাই এই গ্রেফতার। এই প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। যদিও বৃহস্পতিবার রাতেই ওয়াও মোমোর দুই ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। আজ পেশ করা হবে আদালতে।

SIR প্রক্রিয়ায় গন্ডগোল পাকাতে ইচ্ছাকৃত ভুল?

ERO-দের একাংশের কাজে তীব্র অসন্তুষ্ট কমিশন। তাদের আপলোড করা তথ্যে সন্দেহ হলে পুনরায় ভেরিফাই করার জন্য বিশেষ রোল অবজারভারদের দায়িত্ব দিয়েছে কমিশন। ডিমোশন দিয়ে কি পদ থেকে সরিয়ে দেব, কড়া হুঁশিয়ারি কমিশনের। তাহলে কি SIR প্রক্রিয়ায় গন্ডগোল পাকাতে ইচ্ছাকৃত ভুল? আপলোড করার সময় নথিভুল করা হচ্ছে। এটি একটি চক্রান্ত , পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ করেন দিলীপ ঘোষ।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সকালে কুয়াশার দাপট থাকলেও এখনই জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, কতটা বাড়ল পারদ?
Mimi: মিমিকে হেনস্থায় অভিযুক্ত তনয় শাস্ত্রীর গ্রেফতারি নিয়ে কেন বিতর্ক, কীভাবে বাধা পেল পুলিশ