মোদী শাসনের ৯ বছর পূর্তির অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে 'কেন্দ্রীয় বৈষ্যমের তত্ত্বকে ভুল বলে দাবি করলেন সুকান্ত। তার প্রেক্ষিতে তুলে ধরলেন একের পর এক তথ্য প্রমাণ।
কেন্দ্র-রাজ্য দ্বন্দ্বে বার বারই উঠে এসেছে বাংলার প্রতি কেন্দ্রের বৈষম্যমূলক আচরণের কথা। 'কেন্দ্রীয় বঞ্চনার' শিকার পশ্চিমবঙ্গে উন্নয়ন ব্যহত বলে বারবারই অভিযোগ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মোদী শাসনের ৯ বছরের 'রিপোর্ট কার্ড তুলে ধরলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মোদী শাসনের ৯ বছর পূর্তির অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে 'কেন্দ্রীয় বৈষ্যমের তত্ত্বকে ভুল বলে দাবি করলেন সুকান্ত। তার প্রেক্ষিতে তুলে ধরলেন একের পর এক তথ্য প্রমাণ। কেন্দ্রীয় উদ্যোগে বাংলায় গত ৯ বছরে কী কী প্রকল্প হয়েছে? আর্থিক বরাদ্দের পরিমাণই বা কত? ক্ষতিয়ান দিলেন রাজ্য বিজেপি সভাপতি।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায় উঠে এল রাস্তা নির্মাণ থেকে বাংলায় জল সরাবরাহ প্রকল্পের উন্নয়নের কথা। বাংলার পরিকাঠামোগত উন্নয়নে রাজ্যকে বরাবর কেন্দ্র সাহায্য করেছে বলেই দাবি করলেন তিনি। উল্টে তৃণমূল সরকারের ত্রুটিপূর্ণ জমি নীতি হাইওয়ে সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করলেন তিনি। তাঁর কথায় ৩৪ নং জাতীয় সরক প্রশস্তকরণের ধীর গতির উদাহরণ নিন। দিল্লি থেকে লখনউ পৌঁছতে সময় লাগে মাত্র পাঁচ ঘণ্টা, কিন্তু কলকাতা থেকে বালুরঘাটে পৌঁছতে পুরো দিন লাগে। কেন এমন হল? কোনও কেন্দ্রীয় বৈষম্য নেই৷' বিমানবন্দরের উন্নয়ন নিয়েও এদিন কথা বলেন তিনি। সুকান্ত বললেন,'শুধুমাত্র একটি সম্পূর্ণ কার্যকরী বিমানবন্দর রয়েছে। অন্ডালের খুব কম ফ্লাইট রয়েছে।' বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের জন্য ইতিমধ্যেই কেন্দ্র ১,৮৮৪ টাকা মঞ্জুর করেছে বলেও দাবি করেন তিনি।
রাজ্যের স্বাস্থ্য কাঠামো উন্নয়নের দিক থেকেও তৃণমূল সরকারকে তোপ দাগলেন সুকান্ত। তিনি বলেন,'রাজ্য সরকার কখনই এইমস, কল্যাণী সহ রাজ্যে মেডিকেল কলেজগুলির বিকাশে কেন্দ্রের সহায়তা স্বীকার করেনি।' অবশ্য শিশু টিকাদানে কেন্দ্রকে সহযোগিতা করার জন্য রাজ্যের প্রশংসাও করেছেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন একাধিক কেন্দ্রীয় প্রকল্পের কথাও বললেন সুকান্ত মজুমদার।
আরও পড়ুন -
পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন অর্পিতা মুখোপাধ্যায়, আদালতে চাঞ্চল্যকর তথ্য
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রার পরে ফের ‘জনসম্পর্ক অভিযান’-এ জোর দিল বঙ্গ বিজেপি
বাম-কংগ্রেস নয়, রাজ্যে একা বিজেপি তৃণমূলের দূর্নীতির বিরুদ্ধে লড়াই করছেঃ শুভেন্দু