BJP: কে হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি? জোর লড়াই দিলীপ ঘোষ আর অগ্নিমিত্রা পলের মধ্যে

BJP state president: আর মাত্র কয়েক দিনের মধ্যেই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন করা হবে। ইতিমধ্যেই প্রাথমিক স্তরের প্রস্তুতি শুরু হয়েছে। জল্পনায় উঠে এসেছে একাধিক নাম।

 

Saborni Mitra | Published : Mar 30, 2025 2:58 PM
112
বিজেপির রাজ্য সভাপতি

আর মাত্র কয়েক দিনের মধ্যেই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন করা হবে। ইতিমধ্যেই প্রাথমিক স্তরের প্রস্তুতি শুরু হয়েছে। জল্পনায় উঠে এসেছে একাধিক নাম।

212
নানান নাম

বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির দৌড়ে রয়েছেন রাজ্যের বিজেপির সব থেকে সফল সভাপতি দিলীপ ঘোষ। আর রয়েছে অগ্নিমিত্রা পল। এছাড়াও একাধিক নাম নিয়ে গুঞ্জন চলছে। আলোচনায় রয়েছেন দিল্লি ঘনিষ্ট স্বপন দাশগুপ্তের নামও।

312
কার ভাগ্যে শিকে ছিঁড়বে?

তবে এবার বিজেপির সভাপতি নির্বাচনের পুরো দায়িত্ব রাজ্য বিজেপির নেতাদের হাতে নেই। তাই চর্চা বেশি হচ্ছে। রাজ্য নেতৃত্বের পাশাপাশি সভাপতি নির্বাচনের দায়িত্ব রয়েছে রাজ্যের পর্যবক্ষেকদের হাতে। রাজ্যে দায়িত্বপ্রাপ্ত বিজেপির ভোট কুশলী সংস্থার রিপোর্টও কার্যকরী ভূমিকা নেবে।

412
সেই কারণেই চর্চা বেশি

আর সেই কারণেই রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন নিয়ে চর্চা বেশি হচ্ছে। যদিও বিজেপির রাজ্য নেতৃত্ব এই বিষয়ে আনুষ্ঠানিকভবে এখনও কিছুই বলেনননি। তবে বিজেপির সভাপতি নির্বাচন এবার যথেষ্ট গুরুত্বপূর্ণ। করণ আগামী বছরই বিধানসভা নির্বাচন।

512
বিধানসভা নির্বাচনই টার্গেট

ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আগামী বছর ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রধান বিরোধী দল বিজেপি এখনও সভাপতির নাম ঘোষণা করেনি। বিজেপি সূত্রের খবর সবকিছু খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ বিজেপি তিন বছর অন্তর সভাপতি নির্বাচন করে।

612
এগিয়ে দিলীপ

বিজেপি সূত্রের খবর, সভাপতি নির্বাচনে সবথেকে এগিয়ে দিলীপ ঘোষ। রাজ্যের সবথেকে সফল রাজ্য সভাপতি। বর্তমানে কোনও পদে নেই। বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি বাধা হয়ে দাঁড়াবে না।

712
বর্তমানে সক্রিয় দিলীপ

লোকসভা ভোটে হারের পরই দিলীপ ঘোষ বেশকিছুটা নিস্ক্রিয় হয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযান থেকে যথেষ্ট সক্রিয়। বর্তমানে একাধিক বিতর্কিত মন্তব্যও শোনাগেছে তাঁর মুখ থেকে।

812
দিলীপ উবাচ

দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকার সময় নিয়মিত তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্য়ায়কে টার্গেট করছেন। তৃণমূলেরও তীব্র সমালোচনা করছেন। মাঝে সবকিছু বন্ধ ছিল। এখন আবারও সক্রিয় হয়েছেন দিলীপ।

912
অগ্নিমিত্রা পল

বিজেপির সভাপতি নির্বাচনে বিধায়ক অগ্নিমিত্রা পলের নাম নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। তিনিও বিজেপির মহিলা মোর্চা নেত্রী হিসেবে যথেষ্ট সক্রিয়।

1012
মহিলা মুখ

অগ্নিমিত্রা বিজেপির রাজ্য সভাপতি হিসেবে মমতা বিরুদ্ধে তাঁকেই পাল্টা হিসেবে ব্যবহার করা যেতে পারে। সেই চিন্তাভাবনার কথাও শোনা যাচ্ছে। তাই অগ্নিমিত্রাকে নিয়ে আলোচনা শুরু। কলকাতায় অগ্নিমিত্রার নামে পোস্টার সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

1112
শুভেন্দু মুখ্যমন্ত্রী?

বিজেপি এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেনি। কিন্তু শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা। তিনি মমতার ঘোর সমালোচক। আর সেই কারণেই তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে পারে বিজেপি। তেমনও আলোচনা শোনা যাচ্ছে। যদিও বিজেপি নরেন্দ্র মোদীকেই মুখ করে বিভিন্ন রাজ্যে নির্বাচনী লড়াইয়ে সামিল হয়।

1212
আরএসএস ঘনিষ্ট

বিজেপি সূত্রের খবর এমন কাউকে সর্বভারতীয় সভাপতি করার পাশাপাশি রাজ্য সভাপতি করার কথা চিন্তাভাবনা করা হচ্ছে যার সঙ্গে দিল্লির বিজেপি নেতাদের ঘনিষ্ট যোগাযোগ থাকবে। পাশাপাশি নাগপুরের সঙ্গেও সুন্দর তালমিল থাকবে। আর সেই দিকে এগিয়ে রয়েছেন দিলীপ ঘোষ।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos