যোগী আদিত্যনাথই বিজেপির সর্বভারতীয় সভাপতি? জল্পনা উস্কে দিল অখিলেশের একটি মন্তব্য
BJP President:জেপি নাড্ডার (JP Nadda) পরবর্তী বিজেপি সভাপতি (BJP President) কে হবে? তাই নিয়ে শুধু বিজেপির অন্দরেই নয়, গোটা দেশজুড়েই চর্চা শুরু হয়েছে। তাতেই উঠছে যোগী আদিত্যনাথের নাম (Yogi Adityanath)।
- FB
- TW
- Linkdin
)
বিজেপির সর্বভারতীয় সভাপতি
চলতি বছরই নির্বাচন করা হবে বিজেপির সর্বভারতীয় সভাপতি। বর্তমান সভাপতি জেপি নাড্ডার মেয়াদ শেষ। পাশাপাশি তিনি কেন্দ্রীয় মন্ত্রী। তাই সভাপতির পদ তাঁকে ছাড়তেই হবে। কারণ বিজেপি কঠোরভাবে পালন করে এক ব্যক্তি এক পদ নীতি।
পরবর্তী সভাপতি কে?
পরবর্তী সভাপতি কে হবে? তাই নিয়ে শুধু বিজেপির অন্দরেই নয়, গোটা দেশজুড়েই চর্চা শুরু হয়েছে। এই অবস্থায় উঠে আসছে একাধিক নাম। তবে বিজেপি সভাপতির নাম চূড়ান্ত করতে পারবে আরএসএস-এক সম্মতি পেলে।
নানান নাম
বিজেপির সভাপতি হিসেবে এখনও চর্চায় রয়েছে শিবরাজ চৌহান, ভূপেন্দ্র যাদব, নির্মলা সীতারামন-সহ একাধিক নাম। কিন্তু জল্পনা উস্কে দিয়েছেন অখিলেশ যাদব।
অখিলেশ কথা
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিল্লিতে যাবেন কারও বদলি হয়ে। এর বেশি আর কিছুই বলেননি অখিলেশ যাদব।
জল্পনা শুরু
সেখান থেকেই জল্পনা শুরু হয়েছে বিজেপির সর্বভারতীয় পদে যোগী আদিত্যনাথের বসা নিয়ে। যদিও বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কিছুই বলা হয়নি আনুষ্ঠানিকভাবে।
যোগী বিজেপির মুখ
উত্তরপ্রদেশের পরপর দুইবারের মুখ্যমন্ত্রী। সফল মুখ্যমন্ত্রী বলেও গেরুয়া শিবিরের দাবি। কট্টর হিন্দুবাদী হিসেবেই পরিচিত। নাগপুরের সঙ্গে তাঁর ঘনিষ্ট যোগাযোগ রয়েছে। আবার বিজেপির মধ্যেও জনপ্রিয়। সেই কারণেই যোগীর নাম নিয়ে চর্চা শুরু হয়েছে।
রাশ নাগপুরের হাতে
বিজেপি সূত্রের খবর, এমন কাউকে বিজেপি সভাপতি হিসেবে নির্বাচন করে যার সঙ্গে আরএসএস-এর সুসম্পর্ক রয়েছে। আবার বিজেপির প্রথম সারির নেতাদের সঙ্গেও তালমিল রেখে কাজ করতে পারবে। সেক্ষেত্রেও এগিয়ে যোগী। মোদী-শাহের সমদূরত্ব বজায় রেখতে যেমন পেরেছেন তেমনই বিজেপির মধ্যেও জনপ্রিয়।
মোদী-শাহের সঙ্গে সম্পর্ক
বিজেপির পাশাপাশি গোটা দেশের রাজনীতি সচেতন মানুষ জানেন যোগী আদিত্যনাথের সঙ্গে মোদী-শাহের সম্পর্ক অম্লমধুর। তাতেই তিনি অনেকটা এগিয়ে সভাপতির দৌড়ে।
মুখ্যমন্ত্রী না সভাপতি!
এখন প্রশ্ন, ২০২৯ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। এবারও বিজেপি যদি জিতে আসে তাহলে যোগীরই মুখ্যমন্ত্রী হওয়ার কথা। তাতে আগামী দিনে প্রধানমন্ত্রী পদেরও দাবিদার হতে পরেন যোগী। তাই যোগী কোন পদ বাছেন সেটাও এখন দেখার।
যোগী আদিত্যনাথ
বিজেপি যদি যোগী আদিত্যনাথকে সভাপতি নির্বাচন করে তাহলে বোঝাই যাবে গেরুয়া শিবির আগামী দিনে আরও কট্টর হিন্দুত্ববাদের পক্ষেই সওয়াল করবে। কারণ গেরুয়া বসনধারী যোগী নিজেকে একাধিকবারই হিন্দুত্ববাদী নেতা হিসেবে তুলে ধরেছেন। কুম্ভমেলার সময়ও তার ব্যতিক্রম হয়নি।