দিলীপের বিয়ের দিনই বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক! তাঁর অনুপস্থিতে কী ছক কষল দল?

Published : Apr 19, 2025, 09:01 AM IST
BJP leader Dilip Ghosh (Photo/ANI)

সংক্ষিপ্ত

দিলীপ ঘোষের বিয়ের দিনই সল্টলেকে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠকে বিজেপি নেতারা কী বার্তা দিলেন?

দিলীপের বিয়ের দিনই তাবড় তাবড় বিজেপি নেতাদের নিয়ে হল সল্টলেকের সদর দফতরে বৈঠক। কিন্তু ওই বৈঠকেই থাকতে পারলেন না দিলীপ ঘোষ। নয়ত বঙ্গ বিজেপির প্রায় সব গুরুত্বপূর্ণ বৈঠকেই নিয়ম করে উপস্থিত থাকতেন তিনি। কিন্তু দিলীপের অনুপস্থিতে কী এমন বৈঠক হল এদিন?

অবশ্য দিলীপ ঘোষের বিয়ে উপলক্ষে সকলেই তাঁর বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়ে এসেছেন। অন্যদিকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, মঙ্গল পাণ্ডেরা এদিন বৈঠক করলেন সল্টলেকে।

অন্যদিকে এদিন ছাব্বিশের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে ‘গ্রাম চলো’-র বার্তা দিলেন বিজেপি নেতারা। মূলত ২৬এর বিধানসভায় জিততেই আলোচনা বৈঠক বসেছিল এদিন। বিজেপির 'এক ব্যক্তি, এক পদ' নীতিতে সুকান্তর আর সভাপতি পদে থাকার কথা নয়। এরই মাঝে নয়া রাজ্য সভাপতির খোঁজ চলাকালীন একাধিকবার দিলীপ ঘোষের নাম উঁকি দিয়েছিল। কিন্তু অন্যদিকে বিয়ের পরে রাজনীতিতেই থাকেন কি না দিলীপ বাবু তা নিয়ে প্রশ্ন উঠেছে।

PREV
click me!

Recommended Stories

হুমায়ুন কবীরের বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের প্রস্তুতি দেখুন ছবিতে, ইট বইছে অনুগামীরা
'বাবরি মসজিদ নির্মাণ হবেই কোন শক্তি আটকাতে পারবে না', হুঙ্কার হুমায়ুনের