Dilip Ghosh Wedding: অবশেষে চারহাত এক হল দিলীপ-রিঙ্কুর, বিয়েতে নিমন্ত্রণ না থাকায় মন খারাপ তৃণমূল বিধায়কের

Published : Apr 18, 2025, 07:34 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Saokat Molla on Dilip Ghosh: শুক্রবারের শুভলগ্নে চারহাত এক হল দিলীপ ও রিঙ্কুর। জীবনের ৬০টি বসন্ত পেরিয়ে ৬১-তে এসে বিয়ে করলেন দিলীপ ঘোষ। শুক্রবার নিউটাউনে নিজ বাসভবনেই ঘরোয়া অনুষ্ঠান করে বিয়ে সারেন বিজেপির এই দাপুটে নেতা। বিস্তারিত জানুন…             

Saokat Molla on Dilip Ghosh: শুক্রবারের শুভলগ্নে চারহাত এক হল দিলীপ ও রিঙ্কুর। জীবনের ৬০টি বসন্ত পেরিয়ে ৬১-তে এসে বিয়ে করলেন দিলীপ ঘোষ। শুক্রবার নিউটাউনে নিজ বাসভবনেই ঘরোয়া অনুষ্ঠান করে বিয়ে সারেন বিজেপির এই দাপুটে নেতা। অন্যদিকে বরিষ্ঠ এই রাজনীতিকের বিয়ের খবরে খুশি হলেও হালকা মন খারাপ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। কারণ, এতদিন পর দিলীপ ঘোষ বিয়ে করছেন। আর সেই বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় না থাকাই পেটপুরে খাওয়া হল না শওকতের। যা নিয়ে কিছুটা আফসোস করতে দেখা যায় এই তৃণমূল বিধায়ককে।

ঠিক কী বলেছেন শওকত মোল্লা (Saokat Molla on Dilip Ghosh):-

শুক্রবার দিলীপ ঘোষের বিয়ে প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,''বিয়েতে নেমন্তন্ন করলে খুব ভালো হত। বিয়েতে খাওয়া দাওয়ার খুব ইচ্ছা ছিল।''

তিনি আরও বলেন, ''দিলীপ দার একটু সতর্ক থাকতে হবে। যেভাবে উনি এতদিন রাজনীতির আঙিনায় ব্যাটিং করেছেন, যে ইনিংসটা খেলেছেন সেই ইনিংস আর এই ইনিংসটার মধ্যে অনেকটা তফাৎ রয়েছে। এই তফাৎটা ওনাকে প্রথমে বুঝতে হবে। এতদিন পরে যে শুভবুদ্ধির উদয় হয়েছে তার জন্য দিলীপ দাকে অনেক শুভেচ্ছা রইল।''

''ওনার দাম্পত্য জীবন খুব সুখের হোক। যদি আমাদের একটু নেমন্তন্ন করতো তাহলে খুব ভালো হত। ওনার বিয়েতে খুব খাওয়ার ইচ্ছা ছিল। ওনার জন্য শুভেচ্ছা রইল। তবে ওনার একজন সহকর্মী আছে, তার মাথা খারাপ।'' তার বিষয়টাও একটু ভাবার জন্য অনুরোধ করেন ক্যানিং পূর্বের বিধায়ক। উল্লেখ্য, নাম না করে শুভেন্দু অধিকারীর সম্বন্ধে এই কথা যে তিনি ইঙ্গিত করেছেন তা বলা বাহুল্য। তাছাড়া কার নাম করা হল দিলীপ দা ঠিক বুঝতে পেরেছেন সেটাও জানিয়েছেন শওকত মোল্লা।

প্রসঙ্গত,রাজনীতিতে দুজনই দুই মেরুর বাসিন্দা। ময়দানে একে অপরকে আক্রমণ শানাতে ভোলেন না কখনও। সেসব কথা ভুলে দিলীপের বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূলের নেতা-মন্ত্রীরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পড়ুয়া পিছু ৫ হাজার টাকা ফাইন, বিরাট সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের, সতর্ক করা হল স্কুলগুলোকে
'আজ প্রমাণ হয়ে গেল মমতা কত বড় তোষণ বাজ ও হিন্দু বিরোধী', মন্তব্য শুভেন্দুর