অভিজিতের মন্তব্যে চাপে বঙ্গ বিজেপি? সাংসদের জবাব তলবে শমীকরা বসলেন কোর কমিটির বৈঠকে

Published : Nov 08, 2025, 11:37 AM IST

তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মন্তব্যে রীতিমত অস্বস্তিতে বিজেপি। দলের সাংসদেরই দল নিয়ে প্রশ্ন তোলায় চাপ বাড়ছে বঙ্গ বিজেপিতে। অভিজিতের জবাব তলবের জন্য বসেছিল কোর কমিটির বৈঠক।  

PREV
16
অস্বস্তিতে বিজেপি

তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মন্তব্যে রীতিমত অস্বস্তিতে বিজেপি। দলের সাংসদেরই দল নিয়ে প্রশ্ন তোলায় চাপ বাড়ছে বঙ্গ বিজেপিতে। যা নিয়ে ইতিমধ্য়েই একদফা বৈঠক হয়ে গেছে। বিজেপি সূত্রের খবর, অভিজিতের কাছ থেকে জবাব তলব করা হবে।

26
কোর কমিটির বৈঠক

বিজেপির কোর কমিটির বৈঠক বৈঠকে আলোচনা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে। কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার-সহ রাজ্য বিজেপির একাধিক নেতা।

36
অভিজিতের জবাব তলব

সূত্রের খবর বিজেপি কোর কমিটির নেতারা অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর জবাব তলব করাহতে পারে। কেন এই জাতীয় মন্তব্য করেছেন তারই জবাব দিতে হবে বিজেপি সাংসদকে।

46
অভিজিতের মন্তব্য

তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলেদিয়েছেন বিজেপির অ্যাকশন নিয়ে। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন,'কেন্দ্রের অ্যাকশন দেখে আমার মনে হচ্ছে, কেন্দ্র পশ্চিমবঙ্গের পরিস্থিতি বদল করতে চায়! কেন পশ্চিমবঙ্গের মত এক প্রশাসনহীন রাজ্যে ৩৫৫ ধারা জারি করা হবে না- এটা আমার কাছে বিরাট প্রশ্ন।'

56
হতাশ অভিজিৎ

একই সঙ্গে দল নিয়ে রীতিমত হতাশা প্রকাশ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, যে উদ্দেশ্য নিয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন ও ভোটে দাঁড়িয়েছিলেন তা হল মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানো। কিন্তু এখনও পর্যন্ত সেই উদ্দেশ্যের কাছাকাছি তিনি পৌঁছাতে পারেননি। আর দায়ও তিনি কেন্দ্রের বিজেপি নেতাদের ওপরই চাপিয়েছেন। তিনি বলেছেন, 'কেন্দ্রীয় সরকার এজন্য কিছু করেনি।'

66
ভোট প্রচার নিয়ে অসন্তোষ

একই সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির দলীয় কার্যকলাপেও অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি হিন্দি বলয়ের নেতাদের বাংলায় ভোট প্রকাশে আসা নিয়েও ক্ষুব্ধ। তিনি বলেনস হিন্দি বলয়ের নেতারা বাংলায় মানুষের মন বোঝেন না। এখানের পরিস্থিতিতির সঙ্গে তাদের পরিচিতি নেই। তিনি বলেন, 'এভাবে নেতা পাঠিয়ে ভোট করে করিয়ে জিতে যাব! এটা অবাস্তব চিন্তা ভাবনা। '

Read more Photos on
click me!

Recommended Stories