অনলাইন ফিলাআপ করা যাবে এনুমারেশন ফর্ম। শুক্রবার থেকে অনলাইনে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR-এর আবেদন নেওয়া শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। কী করে অনলাইনে এনুমারেশন ফর্ম ফিলাপ করবেন তা রইল বিস্তারিত।
শুক্রবার থেকে অনলাইনে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR-এর আবেদন নেওয়া শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। কী করে অনলাইনে এনুমারেশন ফর্ম ফিলাপ করবেন তা রইল বিস্তারিত। তবে অনলাইনে এনুমারেশ ফর্ম ফিলাপ করার জন্য প্রথম শর্তই হল ভোটার কার্ডের মোবাইল ফোনের লিঙ্ক থাকতে হবে।
26
ফর্ম কোথায় পাওয়া যাবে?
ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেলে ফর্মের লিঙ্ক পাওয়া যাবে। এছাড়াও কমিশনের একটি অ্যাপও রয়েছে। কমিশনের তরফ থেকে জানান হয়েছে, যারা বুথ স্তরের আধিকারিকদের কাছ থেকে ফর্ম নিতে পারছেন না তারা অনলাইনে ফর্ম পুরণ করতে পারবেন। ফর্ম আপলোডের প্রক্রিয়া পোর্টালেই বলা থাকবে।
36
নির্বাচন কমিশনের দফতরের ওয়েবসাইট
রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিকের ওয়েবসাইট (https://ceowestbengal.wb.gov.in/)-তে যেতে হবে। এখানেই পাওয়া যাবে অনলাইন এনুমারেশন ফর্ম। প্রথমে ফর্মটি ডাউনলোড করতে হবে। অনলাইনে আবেদনের প্রথম শর্তই হল এপিক নম্বরের সঙ্গে মোবাইল নম্বর অথবা ইমেল আইডি লিঙ্ক থাকতে হবে। এপিক কার্ডের সঙঅগে মোবাইল নম্বরের লিঙ্ক না থাকলে ফর্ম পুরণ করা যাবে না।
রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটি বসিয়ে লগইন করতে হবে। তারপরই বাছতে হবে রাজ্য। বসাতে হবে এপিক নম্বর। কিন্তু এপিক নম্বর যদি না মেলে তাহলে সংশ্লিষ্ট বিএলও-র সঙ্গে যোগাযোগ করতে হবে। নাম না মিললে নতুন করে ওটিপি আসবে। তা বসিয়ে অনলাইনে জমা করতে হবে।
56
ফর্ম ফিলআপ
তিনটি অপশান আসবে। প্রথম ধাপ -প্রথমে নিজের নাম। (এসআইআর-এর তালিকায় যেটি রয়েছে সেটি দিতে হবে।)
দ্বিতীয় ধাপ-বাবা ও মায়ের নাম, এখানেও এসআইআর ফর্মে যা রয়েছে তা বসাতে হবে।
তৃতীয় ধাপ- অপশনে থাকবে শেষ এসআইআরে যাদের বাবা ও মায়ের নাম নেই তাদের জন্য। তাদের জন্য উপযুক্ত অপশান রয়েছে।
66
পরবর্তী পদক্ষেপ
২০০২ সালের বিধানসভা কেন্দ্র, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর বসাতে হবে। অনলাইন ফর্মেও ছবি লাগবে। ফর্ম জমা করে দেওয়ার পর আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসবে, সেটি বসাোর পরেই এনুমারেশন ফর্ম জমা করা যাবে।