বুধবারই দিল্লি যাত্রা দিলীপ ঘোষের। বিজেপি সূত্রের খবর, দিল্লি থেকে তলব করা হয়েছে। বুধবারই তাঁকে দিল্লিতে পৌঁছাতে নির্দেশ দেওয়া হয়েছে।
510
বিজেপি সূত্রের খবর শমীক ভট্টাচার্যের নেতৃত্বে রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল হতে পারে। আর যার শুরু হতে পারে দিলীপ ঘোষকে নিয়ে।
610
বিজেপির রাজ্য দফতর থেকে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, 'যখন দলে এসেছিলাম তখন শমীকদা আমার সিনিয়র ছিলেন। নতুন-পুরনো সব কর্মীরা মিলেই দলকে এই জায়গায় এনেছে। লড়াই জারি থাকবে। শমীকদার নেতৃত্বেই নবান্নে পরিবর্তন আসবে'।
710
এরপরই রাতেই দিলীপ ঘোষকে দিল্লিতে তলব করা হয়। মাত্র এক দিনের নোটিশেই দিল্লিতে তলব করা হয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে।
810
বিজেপিতে জল্পনা শমীক জমানায় বিজেপির আদি-গোষ্ঠী চাঙ্গা হতে শুরু করেছে। পুরনো নেতাদের গুরুত্ব বাড়বে। কিছুটা হলেও চাপ বাড়বে বিজেপির নব্য গোষ্ঠীর।
910
দলের দাপুটে নেতা হিসেবেই পরিচিত দিলীপ ঘোষ। কিন্তু দিঘায় জগন্নাথদেবের দর্শনের পর থেকেই দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছিল। দূরত্ব এতটাই বেড়েছিল যে দিলীপকে বাদ দেওয়ার নির্দেশও এসেছিল দিল্লি থেকে। তেমনই বলছে বিজেপির একটি সূত্র।
1010
দলে কোনঠাসা হলেও দিলীপ ঘোষ কিন্তু দলের সঙ্গে দূরত্ব তৈরি করেননি। তিনি দলের নিচুতলার কর্মীদের সঙ্গে একাধিক কর্মীদের সঙ্গে দলের কাজ করে যাচ্ছেন। পাশাপাশি আগের মতই জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।