প্রকাশ্যে নয়া চমক! শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, নারায়ণদের জন্য বিশেষ সুবিধা আসছে রাজ্যে

Published : Nov 17, 2025, 09:58 AM IST

পশ্চিমবঙ্গে মমতা সরকারের একাধিক ভাতার পর এবার ছেলেদের জন্যও ভাতা চালুর জল্পনা শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ক্ষমতায় এলে তারা শুধু মহিলাদের নয়, পুরুষ বা নারায়ণদের জন্যও কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। 

PREV
15

বাংলায় মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে। এই সকল ভাতা দ্বারা প্রতি মাসে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। মাসে মাসে মিলছে আর্থিক সাহায্য।

25

রাজ্যে চালু হওয়া বিভিন্ন ভাতার তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে আছে কন্যাশ্রী, যুবশ্রীর মতো প্রকল্প। এবার শুধু মেয়েরা নয়,ছেলেরাও পাবেন ভাতা। শীঘ্রই চালু হচ্ছে নারায়ণদের জন্য ভাতা। প্রকাশ্যে এল এমন তথ্য।

35

বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র বিপুল জয়ের পর মালদায় দলের সাংগঠিক বৈঠকে যোগ দিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমন করলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, ক্ষমতায় এলে বিজেপি শুধু বাংলার মহিলাদের কথাই ভাববে না, পুরুষদের বা নারায়ণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

45

সুকান্ত মজুমদার বলেন, ‘বাংলার মা-বোনদের আমরা আশ্বস্ত করছি, বিজেপির ভয়ে মমতা বন্দ্যোরাধ্যায় তাঁর অর্থ সচিবকে বলেছেন, তিনি লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা করে বাড়াতে চান।’

55

তিনি আরও বলেন, ‘২০২৫ সালে প্রায় আট লাখ কোটি টাকা ঋণ হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকের মাথার ওপর এখন ৭০ হাজার টাকা করে ঋণ রয়েছে। এত ঋণ নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে অত টাকা বাড়ানো সম্ভব নয়। তবে, কিছু টাকা বাড়ানো হবে।’

Read more Photos on
click me!

Recommended Stories