
বন্দুক ফাটিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন , ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক৷ বিতর্কে নাম জড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার এক বিজেপি যুব নেতার।সমাজমাধ্যমে ছড়িয়ে যাওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে সাধারণতন্ত্র দিবস উদ্যাপনের মুহূর্তে শূন্যে ‘গুলি’ ছু়ঁড়ছেন বিজেপি যুব মোর্চার যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মলয় চট্টোপাধ্যায় (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)। বিজেপির বারুইপুর নগরমন্ডলের উদ্যোগে প্রজাতন্ত্র দিবসের আয়োজন করা হয়,আর সেখানেই ঘটে এঘটনা। প্রকাশ্যে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, পতাকা উত্তোলনের সময় একটি বন্দুক উঁচু করে ধরেন ওই যুব নেতা।এরপরই শূন্যে ‘গুলি’ ছোড়েন। এই ভিডিও ঘিরে বিতর্ক শুরু হতেই সমাজমাধ্যম থেকে তা সরিয়ে নেওয়া হয়।
ঘটনার কথা স্বীকার করলেও ওই যুব নেতা মলয় চ্যাটার্জি জানান, পুরো বিষয়টাতেই রং চড়ানো হয়েছে। তিনি বলেন, এটা মোটেও বন্দুক নয়, এটা এয়ারগান৷মেলায় বেলুন ফাটানোর জন্য যে বন্দুক ব্যবহার করা এটা সেই জাতীয় বন্দুক৷ এরসঙ্গে মানিকচক, বৈষ্ণবনগরের বা ইংরেজবাজারের কোনও তুলনা করতে যাবেন না ৷আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক৷ আমাদের উদ্দ্যেশ্য কখনই কাউকে ভীতি প্রদর্শন করা নয় ৷ ভারতীয় স্বাধীনতা আন্দোলনে বীর শহীদদের সন্মান জানাতে তিনি প্রজাতন্ত্র দিবসে এই কাজ করেছেন ৷ এটাকে অতিরঞ্জিত করে দেখানো উচিত নয় ৷ ভয় দেখানো তৄণমুলের কাজ ৷ এটা আমাদের কাজ নয় ৷
পুলিশ সূত্রে খবর, এ বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ তাঁদের কাছে জমা পড়েনি। তবে এই ঘটনা নিয়ে শোরগোল এলাকার রাজনৈতিক মহলে। সম্প্রতি মালদহের মানিকচকে নুরপুর এলাকায় শূন্যে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। জানা যায়, সে ঘটনায় ভলিবল টুর্নামেন্টের সূচনায় ওমনটা করা হয়েছিল । পুলিশ জানিয়েছে, সেগুলি আসল বন্দুক থাকলেও তা লাইসেন্সপ্রাপ্ত। এরই মধ্যে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বিজেপি যুব মোর্চার নেতার এই ঘটনাকে ঘিরে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।