দীর্ঘ ২৬ বছর পর মিলল সবুজ সংকেত,হাসি ফুটল অঙ্গনওয়াড়ি কর্মীদের মুখে

Published : Jan 30, 2025, 03:47 PM IST
Image_Of_Anganwadi_Scheme

সংক্ষিপ্ত

রাজ্যে আইসিডিএস কর্মী নিয়োগে সবুজ সংকেত দেওয়া হল। কলকাতা হাইকোর্টের তরফে ৫০-৫০ অনুপাতে নিয়োগের কথা জানানো হয়েছে। তাই একেবারে ১৭০০-র  কিছু বেশি সংখ্যক পদে নিয়োগ হবে খুবই শীঘ্রই।

বেশ কয়েক বছর ধরেই রাজ্যে চাকরির পরিস্থিতি যথেষ্ট খারাপ।ঠিক এই পরিস্থিতিতে রাজ্যে আইসিডিএস কর্মী নিয়োগে সবুজ সংকেত দেওয়া হল। কলকাতা হাইকোর্টের তরফে ৫০-৫০ অনুপাতে নিয়োগের কথা জানানো হয়েছে। তাই একেবারে ১৭০০-র থেকে বেশি সংখ্যক পদে নিয়োগ হবে খুবই শীঘ্রই। আইসিডিএস-র সুপার ভাইজার নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা ২০১৫ সালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা হয়। সেই নির্দেশিকাতে জানানো হয়, সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে মোট শূন্যপদের ৫০% শতাংশ অঙ্গনওয়াড়ি কর্মী এবং বাকী ৫০ শতাংশ বাইরে থেকে নিয়োগ করা যাবে। সেসময় মোট শূন্যপদের মধ্যে প্রায় ৫০% হিসাবে অঙ্গনওয়াড়ি কর্মীদের পদন্নোতির নিয়ম থাকলেও রাজ্য সরকারের তরফে এমনটা করা হয়নি। মামলার বয়ান অনুযায়ী, আইসিডিএস সুপার ভাইজার পদে ১৯৯৮ সালে সর্বশেষ নিয়োগ হয়েছিল ।

পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল ২০১৯ সালে ।বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল যে, শূন্যপদ ৩৪৫৮টি। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্দেশনামায় বলা ছিল মোট শূন্যপদের ৫০% অঙ্গনওয়ারির কর্মী থেকেই পদোন্নতির ভিত্তিতেই নিয়োগ করতে হবে। কিন্তু অভিযোগ, রাজ্য সরকার ৪২২ টি শূন্যপদ অঙ্গনওয়ারির কর্মীদের জন্য রেখে বাকি ৩০৩৬ শূন্যপদে সরাসরি নিয়োগ শুরু করে। কিন্তু রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেশ কিছু অঙ্গনওয়ারির কর্মী ।

২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে নির্দেশ দেন ৫০% শূন্যপদে পদোন্নতির ভিত্তিতেই অঙ্গনওয়ারি কর্মীদের নিতে হবে। ২০২৪ সালে বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে । যদিও সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। এই মামলা ওঠে রাজ শেখর মান্থার বেঞ্চে।

নিয়োগ জট কাটাতে মামলাকারীদের পক্ষের আইনজীবী বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে জানান, যেরকমভাবে কেন্দ্রীয় সরকারের নির্দেশ দিয়েছিল, তেমনভাবেই ৫০% সুপারভাইজার পদে অঙ্গনওয়ারির কর্মী নিয়োগের বিষয়টি মানতে হবে।বিচারপতি বলেন যে,আগের দেওয়া নির্দেশ বহাল আছে। ৫০% শূন্যপদে অঙ্গনওয়ারির কর্মীদের মধ্যে থেকেই নিতে হবে।এছাড়াও ৩৪৫৮ শূন্যপদের মধ্যে ১৭২৯ জনকে নিয়োগ করতে হবে অঙ্গনওয়ারির কর্মীদের মধ্য থেকেই।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে

PREV
click me!

Recommended Stories

অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া কার্তিক মহারাজের?
West Bengal SIR News: মৃত ব্যক্তির নথি চুরি করে ভোটার! এই বাংলাদেশির স্বীকারোক্তি শুনে চমকে যাবেন