Dilip Ghosh: 'বিজেপির ঝড় শুরু'- জলপাইগুড়ির ঝড় নিয়ে মন্তব্য করে বিতর্কে দিলীপ, পাল্টা তোপ তৃণমূলের

Published : Apr 01, 2024, 03:57 PM IST
BJPs Dilip Ghosh once again created controversy by commenting on Jalpaiguri storm bsm

সংক্ষিপ্ত

দিলীপ ঘোষ বলেছেন, 'ঝড় তো উত্তরবঙ্গে শুরু হচ্ছে ঝড়। ভোট ওই দিক থেকেই শুরু হচ্ছে। বিজেপির ঝড়ও শুরু হচ্ছে। তাতেই লন্ডভন্ড হয়ে যাচ্ছে।' 

অল্প সময়ের ঝড়ে লন্ডভন্ড উত্তরবঙ্গে। সমস্ত কাজ ফেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার রাতেই রওনা দিয়েছিলেন উত্তরবঙ্গে। ঝড় বিধ্বস্ত জেলাগুলিতে সফর করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও জলপাইগুড়ি গিয়েছেন। নরেন্দ্র মোদী ও অমিত শাহও বিধ্বংসী ঝড়ের পরবর্তী পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নিতে শুরু করেছেন। সেই ঝড় নিয়েই এবার মন্তব্য করে আবারও বিতর্ক তৈরি করলেন বিজেপির বর্ধমান - দুর্গাপুর আসনের প্রার্থী দিলীপ ঘোষ। যা দলের অস্বস্তিও বাড়িয়ে দিয়েছে। পাল্টা তৃণমূল বিজেপিকে বাংলা বিরোধী দল আখ্যা দিয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে।

দিলীপ ঘোষের মন্তব্যঃ

দিলীপ ঘোষ বলেছেন, 'ঝড় তো উত্তরবঙ্গে শুরু হচ্ছে ঝড়। ভোট ওই দিক থেকেই শুরু হচ্ছে। বিজেপির ঝড়ও শুরু হচ্ছে। তাতেই লন্ডভন্ড হয়ে যাচ্ছে।' এইটুকু কথা কেন্দ্র করেই উত্তাল রাজ্য রাজনীতি। এমনিতেই দিলীপ ঘোষ বিতর্কিত মন্তব্য করার জন্য যথেষ্ট পরিচিত রাজ্যরাজনীতিতে। কাকতালীয় হলেও এদিনই জাতীয় নির্বাচন কমিশন নোটিশ দিয়েছে দিলীপ ঘোষকে। মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্যই এই নোটিশ। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা তুলে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। নাশিল জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। তাতেই নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন। ওই মন্তব্যের জন্য দলও দিলীপকে শোকজ করেছিল। কিন্তু তারপরেও দিলীপের মুখে লাগাম পরানো গেল না।

Weather News: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি, উত্তরবঙ্গের তিন জেলায় আজও ঝড়ের সতর্কতা জারি

জলপাইগুড়ির ঝড় নিয়ে দিলীপের মন্তব্যে স্পষ্ট রয়েছে রাজনীতি। লোকসভা নির্বাচন শুরু হচ্ছে উত্তরবঙ্গ থেকে। প্রথম দফা ১৯ এপ্রিল নির্বাচন হবে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। সেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিরুদ্ধে এলাকা ঝড়ে বিধ্বস্ত। ঝড় আর শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ারও। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ব্যাপক সাফল্য পেয়েছিল বিজেপি। আটটি আসনে জয়ী হয়েছিল। তবে ঝড়ের কারণে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি লোকসভা আসনের বিস্তীর্ণ এলাকায়। এই পরিস্থিতির সঙ্গে রাজনৈতিক ঝড় মেলানো কতটা সঙ্গত তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Weather News: মাত্র ১৫ মিনিটের কালবৈশাখীতে লন্ডভন্ড উত্তরবঙ্গ, জলপাইগুড়িতে মৃত ৪ 

অন্যদিকে দিলীপের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে, 'ত্রাণ কাজের সুবিধার্থে এবং জনগণের পাশে দাঁড়ানোর জন্য গত রাতে জলপাইগুড়িতে ছুটে গিয়েছিলেন, কিন্তু দিলীপ ঘোষের মত নেতারা খবরে থাকার জন্য প্রাকৃতিক দুর্যোগকে নিয়ে রাজনীতি করছেন।' বিজেপি শকুনের রাজনীতি করছে বলেও জাবি তৃণমূলের। বিজেপিকে বাংলা বিরোধী বলেও দাবি করেছে তৃণমূল বলেছে আগামী নির্বাচনে ভাল-মন্দের লড়াই হবে। নিজেদের বুদ্ধি দিয়ে নির্বাচনে অংশ নিতেও পরামর্শ দিয়েছে ঘাসফুল শিবির।

 

মাত্র ১৫ মিনিটের কালবৈশাখী ঝড় লন্ডভন্ড হয়ে গেল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। জলপাইগুড়ি , কোচবিহার , আলিপুরদুয়ার-সহ একাধিক এলাকা ঝড়ের কবলে পড়ে। প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে। আহতে হয়েছে শতাধিক। তবে দুর্যোগ কবলিত মানুষদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত নির্দেশ দিয়েছেন প্রশাসনকে।

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'এবার থেকে যেখানে যাবেন বন্দে মাতরম বাজান হবে' মমতাকে চরম বার্তা শুভেন্দুর
West Bengal SIR News: ভারতীয় বাবার ‘অচেনা বাংলাদেশি ছেলে’! SIR হতেই সব কাণ্ড ফাঁস