প্রধানমন্ত্রী আবাস যোজনা: রাজ্যে আসছে কেন্দ্রের প্রতিনিধি দল, কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানালেন শুভেন্দু

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতি হয়েছে। এই অভিযোগ দীর্ঘদিন ধরেই তুলছে বিজেপি। এবার রাজ্যে আসছে কেন্দ্রের প্রতিনিধি দল। টুইট করে জানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

 

প্রধানমন্ত্রী আবাস যোজনা - গ্রামীণ নিয়ে কেন্দ্রীয় সরকারে সিদ্ধান্তকে স্বাগত জানালের বিজেপি নেতা তথা রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সরকার রাজ্যকে চিঠি লিখে জানিয়েছে এই রাজ্যের প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল দুটে জেলায় যাবে। একটি পূর্ব মেদিনীপুর, অন্যটি মালদা। আর কেন্দ্রীয় প্রতিনিধি দলের এই রাজ্য সফরে পঞ্চায়েত নির্বাচন নিয়ে অনেকটাই অক্সিজেন পেল গেরুয়া শিবির।

সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে শুভেন্দু জানিয়েছে, কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত। এই প্রকল্প খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রবীণ অফিসাররা থাকবেন দলে। আর তাতেই গবীরদের বঞ্চিত করা দুর্নীতিবাজ চোরেদের জেলে যেতে হবে। এমনটাই জানিয়েছেন। এই পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিংকে ও তাঁর মন্ত্রককে ধন্যবাদ জানিয়েছেন।

Latest Videos

 

 

মঙ্গলবার (৩ জানুয়ারি) কেন্দ্রীয় সরকার রাজ্যকে প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে চিঠি দিয়েছে। তাতে বলা হয়েছে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে যাবে। তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতেও আবেদন জানান হয়েছে। মাদলা ও হুগলি জেলা সম্পর্কিত প্রয়োজনী তথ্য কেন্দ্রীয় প্রতিনিধি দলকে সরবরাহ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শীর্য পর্যায়ের আধিকারিক দুটি দল দুটি জেলায় যাবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

এই রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে শাসক দলের প্রতিনিধি বা জনপ্রতিনিধিরা প্রয়োজন না থাকা সত্ত্বেরও পরিবারের সদস্যদের নামে একাধিক বাড়ির জন্য টাকা পেয়েছেন। অনেক জায়গায় দুর্নীতির অভিযোগ সামনে আসার পর নাম কাটার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছেল। বিজেপিও প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে একাধিক অভিযোগ করেছে। তারপরই কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্য সফরে আসার বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুনঃ

পাথর ব্যবসায়ীদের থেকে বেআইনি রাজস্ব আদায়ের অভিযোগ, তোলাবাজির টাকা দিতে না চাওয়ায় উত্তপ্ত রামপুরহাট

'গঙ্গা সাগর নিয়ে জিজ্ঞাসা করুন', বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া নিয়ে প্রশ্নের উত্তরে বললেন মমতা

DJ বাজানোর প্রতিবাদ, মালদায় বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হল তৃণমূল কংগ্রেস নেতাকে

 

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি