উৎসাহ ভাতা হিসাবে বিএলও-দের ছ’হাজার টাকা করে দেওয়া হবে। তার মধ্যে মোবাইলের খরচ হিসাবে এক হাজার টাকা দেওয়া হবে। কমিশন সূত্রে খবর, বিএলও-রা প্রতি বছর ভোটার তালিকা পর্যালোচনা (রিভিশন)-র কাজে ছ’হাজার টাকা পেতেন। এসআইআরের কাজে সেই সাম্মানিকের পরিমাণ বাড়িয়ে ১২ হাজার টাকা করা হয়েছে। প্রতি বছর সামারি রিভিশন হত অক্টোবরের পরে। বিএলও-দের কাজ চলত প্রায় ডিসেম্বর পর্যন্ত।