SIR এর জন্য আজ থেকেই বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে বিলি করবেন এনুমারেশন ফর্ম। এটি ফিলআপ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে জমা দিতে হবে। কিন্তু কি করে এই ফর্ম ফিলাপ করবেন? জানুন বিস্তারিতভাবে।
আজ থেকে পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে শুরু হয়ে গেল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR। SIR এর জন্য আজ থেকেই বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে বিলি করবেন এনুমারেশন ফর্ম। এটি ফিলআপ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে জমা দিতে হবে। কিন্তু কি করে এই ফর্ম ফিলাপ করবেন? জানুন বিস্তারিতভাবে।
25
প্রথম ধাপ
প্রত্যেক ভোটারের জন্য আলাদা আলাদা এমুমারেশন ফর্ম ছাপিয়েছে নির্বাচন কমিশন। এনুমারেশন ফর্মে ভোটার নাম, ঠিকানা, এপিক নম্বর, বিধানসভা কেন্দ্র, বুথ ও পার্ট নম্বর দেওয়া থাকবে। ফর্মের একেবারের ওপরের ডান দিকে নতুন ছবি সাঁটাতে হবে। নাম, জন্ম তারিখ, মোবাইল, নম্বর, বাবা ও মা বা অভিভাবক বা আত্মীয়দের নাম দিয়ে পুরণ করতে হবে। যে আত্মীয়ের নাম দেবেন, তার সম্পর্কিত তথ্য পুরণ করতে হবে। আধার কার্ডের নম্বর দিতে হবে। ফর্মের একেবারে নিচে ভোটারকে স্বাক্ষর করতে হবে। এনুমারেশন ফর্মে বিএলওকে সই করতে হবে।
35
তথ্য জমা
এনুমারেশন ফর্মের সঙঅগেই নির্বাচন কমিশনের উল্লিখিত ১১টির মধ্যে যেটি আপনার কাছে রয়েছে সেটি জমা দিতে হবে। পরেও চাইলে নথি জমা দিতে পারবেন। যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল তাদের নথির প্রয়োজন নেই। কিন্তু যাদের নাম ছিল না তাদের নথি জমা দিতে হবে।
এনুমারেশন ফর্ম প্রথমে বিএলওরা বাড়ি বাড়ি বিলি করবেন। তারপর আপনি ফর্ম ফিলআপ করবেন। প্রশ্ন এটি জমা দেবেন কোথায়? এই কাজের জন্য চিন্তা নেই। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম সংগ্রহ করবেন। এই প্রক্রিয়া চলবে আগামী ৪ ডিসেম্বর। ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেই তালিকায় নাম না উঠলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে তা জানাতে হবে কমিশনকে। ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে অভিযোগ শোনার কাজ। তারপর ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
55
অনলাইনে এনুমারেশন ফর্ম ফিলাপ
অনলাইনে এনুমারেশন ফর্ম ফিলআপ করা যাবে। তবে মঙ্গলবার থেকে সেই সুবিধে পাওয়া যাবে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পক্ষ থেকে জানান হয়েছে অনলাইন প্রক্রিয়াটি বাড়তি সুবিধে। রাজ্যে প্রযুক্তিগত কিছু সমস্যার জন্য মঙ্গলবার থেকে অনলাইনে এই সুবিধে পাওয়া যাবে না। কবে থেকে এই সুবিধে পাওয়া যাবে তা কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। সূত্রের খবর, দুই এক দিনের মধ্যেই এই সুবিধে পাওয়া যাবে।