- Home
- West Bengal
- West Bengal News
- আজ থেকে SIR-এর এনুমারেশন ফর্ম দিতে বাড়ি আসছে BLO -রা, কী করে চিনবেন আসল আর নকল বিএলওদের
আজ থেকে SIR-এর এনুমারেশন ফর্ম দিতে বাড়ি আসছে BLO -রা, কী করে চিনবেন আসল আর নকল বিএলওদের
বিএলও (BLO) বা নির্বাচন কমিশনের দায়িত্ব প্রাপ্ত বুথ স্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করবেন। কিন্তু যারা আপনার বাড়ি যাচ্ছেন তারা যে আসল বিএলও তা চিনবেন কী করে? ভুল লোকের হাতে যাতে প্রতারিত না হয় তার জন্য এই প্রতিবেদন।

SIR দ্বিতীয় পর্ব
নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গ-সহ দেশের ব১২টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে আজ, মঙ্গলবার থেকে শুরু করেছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ। এই জন্য বিএলও (BLO) বা নির্বাচন কমিশনের দায়িত্ব প্রাপ্ত বুথ স্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করবেন। কিন্তু যারা আপনার বাড়ি যাচ্ছেন তারা যে আসল বিএলও তা চিনবেন কী করে? ভুল লোকের হাতে যাতে প্রতারিত না হয় তার জন্য এই প্রতিবেদন।
BLO চিনবেন কীভাবে?
BLO-রা হলেন নির্বাচন কমিশনের নিযুক্ত আধিকারিক। তাদের কাছে নির্দিষ্ট সরকারি পরিচয়পত্র থাকবে। নির্বাচন কমিশন ভোটার তালিকার সংশোধনের জন্য বিএলওদের নির্দিষ্ট পরিচয়পত্র দিয়েছে। তবে এখানেই শেষ নয়, তাদের পরিচয়পত্রে একটি কিআইর কোড রয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ওই কিআই কোড স্ক্যান করে ভোটাররা যাচাই করতে পারেন সংশ্লিষ্ট বিএলও-র বা বিএলও-দের পরিচয়।
নাম ও ফোন নম্বর
বিএলওরা আজ বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করবেন। সংশ্লিষ্ট এনুমারেশন ফর্মে বিএলওদের নাম আর ফোন নম্বর থাকবে। সেখান থেকেই বিএলওদের পরিচয় জানা যাবে।
রাজনৈতিক এজেন্ট
SIR একটি সংবেদনশীল বিষয়।আর সেই কথা বিবেচনা করে নির্বাচন কমিশন রাজনৈতিক দলের বুথ স্তরের এজেন্ট বা BLA-দের এই প্রক্রিয়ায় যুক্ত করেছে। এক্ষেত্রে বিএলও-দের সঙ্গে রাজনৈতিক দলগুলির এজেন্টদের থাকা কথা। নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের তরফে ৪১৮০০ বুথ লেভেল এজেন্টের নাম নথিভুক্ত করেছে।
এনুমারেশন ফর্ম বিলি
প্রথম দিন বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করবেন। সেই ফর্ম কী করে ফিলআপ করতে হবে, কী কী নথির প্রয়োজন , কীকী তথ্য দিতে হবে তা বুঝিয়ে দেবেন। পাশাপাশি ২০০২ সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের কী পদক্ষেপ করতে হবে তাও বুঝিয়ে দেবেন। পরে তারা ফিলআপ করা ফর্ম সংগ্রহ করবেন।

