মুর্শিদাবাদের স্কুলের বাগান থেকে উদ্ধার হল সকেট বোমা, ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য এলাকায়

ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। বোমা নিষ্ক্রিয় করার চেষ্টাও করছেন তাঁরা।

Web Desk - ANB | Published : Mar 3, 2023 11:36 AM IST

স্কুলের ছাদ ও বাগানে মিলল সকেট বোমা। শুক্রবার মুর্শিদাবাদের একটি স্কুলে শুক্রবার এমনই ঘটনা ঘটল, ঘটনায় ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা যাচ্ছে শুক্রবার স্কুল ঝাট দেওয়ার সময় মুর্শিদাবাদের ডাঙাপাড়া অঞ্চলের হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠের ছাদ ও বাগান থেকে উদ্ধার হয় দুটি সকেট বোমা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সকালে স্কুলের বাগান আর ছাদে অনেকগুলি সকেট বোমা পড়ে থাকতে দেখেন স্কুলের কর্মচারীরা। সঙ্গে সঙ্গেই স্কুলের পক্ষ থেকে মুর্শিদাবাদ থানায় খবর দেওয়া হয়। তবে কে বা কারা কোন উদ্দেশ্যে এই বোমা স্কুলে রেখে গিয়েছেন সে বিষয় এখনও কিছু জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। বোমা নিষ্ক্রিয় করার চেষ্টাও করছেন তাঁরা।

উল্লেখ্য আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই তিন দিন ধরে ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। তার আগেই এই ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা প্রসঙ্গে মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সুরিন্দর সিংহ বলেছেন,'ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে সেবিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।' স্কুলে বোমা উদ্ধারের ঘটনায় স্কুল পরিচালন সমিতির সদস্য কুন্তল চৌধুরী জানালেন,'স্কুলের বাগানে যাঁরা কাজ করছিলেন তাঁরাই জানান যে স্কুলে বোমা পাওয়া গিয়েছে। খবর জানা মাত্র ছুটে এসে দেখি এই ঘটনা। তার পরই পুলিশে খবর দেওয়া হয়েছে।'

আরও পড়ুন - 

গ্রুপ ডি-এর ১৯১১টি শূন্যপদে আপাতত নিয়োগ নয়, স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

‘ভারতে সংখ্যালঘু এবং সংবাদপত্রের ওপর হামলা হচ্ছে’, ‘আমার নিজের ফোনে পেগাসাস দিয়ে আড়ি পাতা হয়েছে’, কেমব্রিজে সরব রাহুল গান্ধি

বিজেপি বিধয়কের ছেলের বাড়ি থেকে উদ্ধার ৬ কোটি, ঘুষের টাকা বলেই দাবি লোকায়ুক্তের

Share this article
click me!