ভাঙরে উদ্ধার তাজা বোমা! ব্যাগে করে নিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীকে পাকড়াও করলেন স্থানীয়রা

Published : Jun 28, 2024, 10:01 AM IST
Bhangar

সংক্ষিপ্ত

ভাঙরে উদ্ধার তাজা বোমা! ব্যাগে করে নিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীকে পাকড়াও করলেন স্থানীয়রা

ভাঙরের রঘুনাথপুরে বোমা উদ্ধার। বোমা উদ্ধার হওয়ায় ভয়ঙ্কর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে ভাঙরের রঘুনাথপুরে। তিনটি তাজা বোমা উদ্ধার হয়েছে ওই এলাকায়। ইতিমধ্য়েই পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে একজনকে। ধৃত ওই ব্যক্তির নাম সালাউদ্দিন মোল্লা বলে জানা গিয়েছে।

রাতের অন্ধকারে ব্যাগে করে বোমা নিয়ে যাচ্ছিল অভিযুক্ত। তার ব্যাগ দেখে সন্দেহ হওয়ায় তাকে পাকড়াও করে এলাকার মানুষ। সেখান থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকটি তাজা বোমা।

এরপর উত্তর কাশিপুর থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে এসে বোমা উদ্ধার করে পুলিশ। এই ঘনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

পুলিশ সূত্রে খবর ভাঙড়ের ভুমরু এলাকার সালাউদ্দিন মোল্লা বাজার করা ব্যাগে করে তিনটি বোমা নিয়ে রঘুনাথ এলাকায় যাচ্ছিলেন। ব্যক্তিগত শত্রুতার রাগ প্রশমিত করতেই বোমা নিয়ে গিয়েছিল বলে খবর। এলাকার মানুষের সচেতনায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি বলে খবর। তবে নিছকেই ব্যক্তিগত রাগের কারণে এই বোমা নিয়ে যাওয়া নাকি এর পিছনে অন্য কারণ আছে তার তদন্ত করছে উত্তর কাশিপুর থানার পুলিশ।

PREV
click me!

Recommended Stories

পৌষমেলা: শান্তিনিকেতনে পর্যটকদের জন্য সরকারি উদ্যোগে খুলে দেওয়া হল বাউল বিতান
সৌমিকদের গ্রেফতারি তাহলে কেন ছাড় প্যাটিস বিক্রেতাকে? প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু