পাহাড়ে বেড়াতে গিয়ে এই কাজ করলেই গুণতে হবে মোটা টাকা জরিমানা, কড়া নির্দেশ প্রশাসনের

Published : Sep 06, 2025, 10:26 AM IST
north bengal darjeeling kalimpong travel

সংক্ষিপ্ত

North Bengal Tourism News: দুদিনের ছুটিতে উত্তরবঙ্গ ঘুরতে যেতে মন চাইছে? পাহাড়ে বেড়াতে গিয়ে এবার এই কাজ করলেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

North Bengal News: জঙ্গল খোলার পর এক নতুন বক্সাকে উপলব্ধি করতে চলেছেন পর্যটকেরা। যেখানের পাহাড়ি গ্রামগুলোতে পুরোপুরি নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার।আগামী ১৬ সেপ্টেম্বর থেকে খুলছে ডুয়ার্সের জঙ্গল। আর তা খোলার সঙ্গে সঙ্গেই পর্যটকদের ঢল নামবে এই বক্সার গ্রামগুলোতেও। তবে এবার পর্যটকরা আসলে সাক্ষী থাকবেন এক নতুন অভিজ্ঞতার। যেখানে পুরোপুরি নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার।

এর বিকল্প হিসেবে গাছের পাতা, কাপড়ের তৈরি বিভিন্ন সামগ্রী ব্যবহার করতে পারবেন তারা। পাশাপাশি, পর্যটকদের কেউ বেড়াতে এসে যত্রতত্র প্লাস্টিক ফেললে দিতে হবে জরিমানাও। এই বিষয়ে নজরদারি রাখতে বক্সা পাহাড়ের সকল গ্রামের বাসিন্দা, গাইড, গাড়ি চালকদের নিয়ে গ্রাম পঞ্চায়েত তরফে তৈরি করা হয়েছে একটি দলও।

রাজা ভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জেলা প্রশাসনের সহায়তায় বক্সা পাহাড়ের পাদদেশে থাকা শান্তলাবাড়ি থেকে বক্সার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন প্রান্তে পরে থাকা আবর্জনা, প্লাস্টিক সংগ্রহ করলেন জেলা শাসক, জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য আধিকারিকরা। এছাড়া বক্সা পাহাড়ের বিভিন্ন স্থানে ঝোলানো হয়েছে নানান সচেতনতা মূলক বার্তাও।

পাশাপাশি, প্লাস্টিকের বিকল্প হিসেবে গ্রামবাসী এবং পর্যটন ব্যবসায়ীরা কী ব্যবহার করতে পারেন তার নমুনাও তাদের দেওয়া হয়।দরকারে এই সব সামগ্রী কিনতে বাসিন্দাদের যাতে গ্রাম থেকে শহরতলীতে যেতে না হয়, সেজন্য তাদের কথা ভেবে শান্তলাবাড়িতে উদ্বোধন করা হল পরিবেশ বান্ধব বিভিন্ন সামগ্রীর দোকানও।যেখান থেকে পাহাড়ি গ্রামের বাসিন্দা ও হোমস্টে মালিকেরা সহজেই শাল পাতার থালা বাটি, কাঠের তৈরি চামচ, মাটির তৈরি ভার সহ নানান সামগ্রী ক্রয় করে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি, এদিন বক্সার সকল গ্রামগুলোতে প্রদান করা হল কয়েকশো ডাস্টবিনও।

যেখানে আবর্জনা, বিশেষ প্রয়োজনে ব্যবহৃত প্লাস্টিকের সামগ্রী সেখানে ফেলতে হবে।সপ্তাহে দুদিন সেখানে জমা হওয়া আবর্জনা সংগ্রহ করে বজ্রপ্রক্রিয়া করণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে বলে প্রশাসন তরফে জানানো হয়। প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরাও।জঙ্গল খুললে এক নতুন ও প্লাষ্টিকমুক্ত বক্সা পর্যটকেরা উপহার পাবেন বলেও মনে করছেন তারা।

এ বিষয়ে জেলা শাসক আর বিমলা বলেন, "সাধারণ মানুষ সচেতন হলে প্লাষ্টিকমুক্ত পরিবেশ গড়া সম্ভব।সেই প্রচেষ্টাই আমরা করছি। এদিনের মতো প্লাস্টিকের বিরুদ্ধে এই অভিযান লাগাতার চলবে।"

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য