ভারত সরকারের নতুন ট্রাফিক আইন চালু হয়েছে, যেখানে জরিমানার পরিমাণ ১০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সড়ক নিরাপত্তা বৃদ্ধি ও দুর্ঘটনা কমাতে বেপরোয়া ড্রাইভিং এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এতদিন মদ্যপ অবস্থায় গাড়ি চালালে ১০ হাজার টাকা জরিমানা এবং ছয় মাসের জেল অথবা ছয় মাসের জেল হত। এবার থেকে এই দোষে ১৫ হাজার টাকা জরিমানা ও ২ বছর পর্যন্ত জরিমানা হতে পারে।
510
হেলমেট ছাড়া গাড়ি চালালে-
হেলমেট ছাড়া গাড়ি চালালে ১০০ টাকা জরিমানা হত। এখন থেকে দিতে হবে ১০০০ টাকা। সঙ্গে লাইসেন্স ৩ মাসের জন্য বাতিল হতে পারে।
610
গাড়ি চালানোর সময় ফোনের ব্যবহার-
গাড়ি চালানোর সময় ফোনের ব্যবহার করলে ৫০০ টাকা জরিমানা হত। যা বৃদ্ধি করে ৫ হাজার টাকা করা হয়েছে।
710
নথি ছাড়া গাড়ি চালালে-
নথি ছাড়া গাড়ি চালালে আগে ২ টাকার টাকা জরিমানা হত। যা এবার থেকে দিতে হবে ৫ হাজার।
810
৩ দিন সওয়ারি
একটি গাড়িতে ৩ দিন সওয়ারি থাকলে ১ হাজার টাকা জরিমানা হত। যা এবার থেকে দিতে হবে ৫ হাজার।
910
অ্যাম্বুলেন্স
অ্যাম্বুলেন্সের মতো দরুরি যানবাহনকে রাস্তা না ছাড়লে ১০ হাজার টাকা জরিমানা করা হবে।
1010
নাবালক আইন ভঙ্গ
নাবালক আইন ভঙ্গ করলে জরিমানা ২৫ হাজার টাকা এবং ৩ বছরের কারাদন্ডের নিয়ম চালু করা হয়েছে। সঙ্গে ২৫ বছর পর্যন্ত লাইসেন্স ধারণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।