আর বসা যাবে না দীঘার বিচে? নতুন নিয়ম জারি রাজ্য সরকারের, মাথায় হাত পর্যটকদের

Published : Mar 19, 2025, 12:16 PM IST

সপ্তাহান্তে দীঘাতে হওয়া ভিড় সামাল দিতে নাকানি চোবানি খেতে হয় প্রশাসনকে। তার ওপর যদি লম্বা ছুটি পড়ে, তাহলে তো কথাই নেই। কিন্তু এবার দীঘা ঘুরতে গেলে মানতে হবে একগুচ্ছ নিয়ম! জানেন কি?

PREV
112

শহুরে ব্যস্ততা থেকে দুদিনের বিরতি নিয়ে সমুদ্রের হাওয়া খাওয়ার জন্য হাতের কাছে দিঘাতেই ভিড় করে কমবেশি সকলেই।

212

সমুদ্রের ধারে বসে হাওয়া আর সঙ্গে মাছ ভাজা খেতে খেতে ছুটি উপভোগ করেননি, এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল।

412

কোথাও মাছ ভাজা, কোথাও ঝিনুক, শঙ্খের নানান সৌখিন জিনিসপত্র, কোথাও ডাব বিক্রি হতে দেখা যায়।

512

তবে দিঘার এই চেনা পরিচিত দৃশ্য এবার বদলাতে চলেছে। দিঘায় অবৈধ হকার উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে।

612

বেশ অনেকদিন ধরেই সৈকত নগরীর সৌন্দর্যায়নে বিশেষ নজর দিয়েছে সরকার। সমস্ত মরশুমেই প্রচুর পর্যটক সমাগম হয় দিঘায়।

712

পর্যটকদের যাতে কোনো সমস্যা না হয় এবং সৈকতের সৌন্দর্য বজায় থাকে তার জন্য এবার বেআইনি দখলদারি রুখতে মাঠে নামল পর্ষদ।

812

সৈকতের ধারে, রাস্তার পাশে অস্থায়ী দোকান, অবৈধ ঝুপড়ি উচ্ছেদ অভিযানে হাত লাগান দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকরা। দিঘা থানার পুলিশ বাহিনীর সঙ্গে বিচ বরাবর হকারদের তুলে দেওয়া হয়েছে।

912

নিউ দিঘা থেকে ওল্ড দিঘা পর্যন্ত সৈকতে এবং রাস্তার দু ধারে রাখা যাবে না কোনো অস্থায়ী দোকান।

1012

দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে জানানো হয়েছে, বিচ বরাবর যে হকাররা বসেন তাদের উঠিয়ে দেওয়া হয়েছে। বেঞ্চ নিয়ে যারা বসেন, যারা ডাব বিক্রি করেন তাদের তুলে দেওয়া হয়েছে।

1112

আরও জানানো হয়েছে, জেলা প্রশাসন এবং দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিচে আর কাউকে বসতে দেওয়া হবে না।

1212

আগে থেকেই নাকি ব্যবসায়ীদের জানানো হয়েছিল। কিন্তু কোনো নির্দেশেই তারা মান্যতা দেয়নি। তাই এবার পর্ষদকেই নিতে হল কড়া পদক্ষেপ।

click me!

Recommended Stories