Buddhadeb Bhattacharya Update: প্রবল সংকটে বুদ্ধদেব ভট্টাচার্য, রক্তে কমছে অক্সিজেন

শনিবার সকালে আচমকা শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভর্তি করানো হয় কলকাতার হাসপাতালে। কিন্তু, কিছুতেই তাঁর শারীরিক সংকট কাটছে না। 

শনিবার দুপুরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ক্রমাগত শ্বাসকষ্ট বাড়তে থাকায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। চিকিৎসকরা জানান, ফুসফুস ও শ্বাসনালীতে গুরুতর সংক্রমণ রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর, বুধবারই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। ‘নন-ইনভেসিভ ভেন্টিলেশনে’ রেখে তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। ফলে, শনিবারই তাঁকে ‘ভেন্টিলেশন’-এ স্থানান্তরিত করা হয়েছে। 

সিওপিডি রোগে ভুক্তভোগী বুদ্ধদেব ভট্টাচার্য। মাঝেমাঝেই এই রোগের কোপে গুরুতর অসুস্থ হয়ে পড়তে হয় তাঁকে। তবে, চিকিৎসকরা তাঁকে সারিয়ে তোলার যুদ্ধে অবিরাম সংগ্রাম করে যাচ্ছেন। তাঁদের পক্ষ থেকে বলা হয়েছে যে, শনিবারের পর থেকে ধাপে ধাপে চিকিৎসা প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। নিজে থেকে শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল বলে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভেন্টিলেশন-এ স্থানান্তরিত করা হয়েছে। তবে, লড়াই জারি থাকবে। 

বুধবার থেকেই নিউমোনিয়া হয়ে যাওয়ায় শুক্রবার থেকে তাঁকে বাড়িতেই স্যালাইনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আপাতত প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রস্রাবের পরিমাণ স্বাভাবিক রয়েছে। তবে, ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি রয়েছে। হাসপাতালের পরিবেশ মোটেই খুব একটা পছন্দ করেন না বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু, শারীরিক অবস্থার অবনতির জন্য এইবার হাসপাতালে তাঁকে বেশ অনেকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হতে পারে বলে জানানো হয়েছে। 

Latest Videos

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024