'মাছের তেলে মাছ ভাজা হয়েছে', তথ্য দিয়ে নতুন কর কাঠামো বোঝালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নয়া আয়কর স্ল্যাব নিয়েও তীব্র কটাক্ষ করলেন তিনি। এই নতুন কর কাঠামোতে যে আদতে সাধারণ মানুষের লোকসান সে বিষয় তথ্যও পেশ করলেন মুখ্যমন্ত্রী।

'এই সরকার বেশিদিন থাকলে লাইফ ইনসিওরেন্স উঠিয়ে দেবে, সমস্ত ব্যাঙ্ক বেচে দেবে', বাজেটের পরের দিনই ফের মোদী সরকারকে বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাজেট নিয়ে এর আগেই অসোন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে কোনও আশার আলো নেই বলেও উল্লেখ করেছিলেন তিনি। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের সভামঞ্চ থেকে ফের কেন্দ্রীয় বাজেটকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো। এই বাজেট কেবল 'কথার জাগলারি' ছাড়া আর কিছুই না বলেও মন্তব্য করলেন তিনি। নয়া আয়কর স্ল্যাব নিয়েও তীব্র কটাক্ষ করলেন তিনি। এই নতুন কর কাঠামোতে যে আদতে সাধারণ মানুষের লোকসান সে বিষয় তথ্যও পেশ করলেন মুখ্যমন্ত্রী।

পূর্ব বর্ধমানের সভামঞ্চে দাঁড়িয়ে মোদী সরকারের বাজেটকে 'মাছের তেলে মাছ ভাজা হয়েছে' বলে কটাক্ষ করেন। এদিন তিনি বললেন,'ভাবছেন দারুণ মজা হয়েছে, দারুণ কিছু হল। শুনে রাখুন কী বোকা বানিয়েছে। মাছের তেলে মাছ ভেজেছে। ওটা আসলে কথার জাগলারি। ভাবছে চালাকি দিয়ে সব হয়। আরে কেউ না কেউ তো ধরবে।' এখানেই শেষ নয়, বাজেটে নয়া কর কাঠামোকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। এই কর কাঠামোয় সরকার যা না দিচ্ছে আদতে তার থেকে বেশি কেটে নিচ্ছে বলেও দাবি করেন মমতা। এই মর্মে তথ্যও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়,'খুব আনন্দে আছেন পাঁচ থেকে সাত করল। আসলে দুই বাড়াল, আড়াই কমাল। বিজেপি আপনার রোজগার আরও ঝড়ঝড়ে করে দিয়েছে। যারা আয়কর ৮০ সি ধারায় এলআইসি, পিপিএফ বা ট্যাক্স সেভিং মিউচুয়াল ফাণ্ড মিলিয়ে যে দেড় লাখ টাকা ছাড় পেতেন, নতুন কড় কাঠামোয় আর পাবেন না।' শুধু তাই নয় মেডিক্যাল ইনসিওরেন্সর প্রিমিয়ামে পুরো পরিবারের জন্য ৮০ ডি ধারায় যে ৫০ হাজার টাকা ছাড় পাওয়া যেত সেই ছাড়ও আর মিলবে না বলে দাবি মুখ্যমন্ত্রীর। এই তথ্য উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন,'অর্থাৎ ছাড় কমল দেড় আর ৫০ হাজার মানে দু'লাখ। ন্যাশানাল পেনশন স্কিমে টাকা জমালে যে ছাড় মিলত তাও তার পাবেন না। অর্থাৎ ছাড় কমল আড়াই। লাভ হল না লোকশান হল আপনিই বলুন।'

Latest Videos

দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশের পরের দিনই কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়,'এই সরকার বেশিদিন থাকলে সব ব্যাঙ্ক বেচে দেবে। লাইফ ইনসিওরেন্স উঠিয়ে দেবে। এরপর আপনারা ব্যাঙ্কের টাকা ফেরত পাবেন কি না কেউ জানে না।' এইদিন আদানি প্রসঙ্গ টেনেও কেন্দ্রকে বিঁধলেম মমতা। যদিও বাজেট নিয়ে এই প্রথম নয় এর আগেও কেন্দ্রের বাজেটের সমালোচনায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন,','গরিব-মধ্যবিত্তের কোনও লাভ নেই। বাজেটে শুধু একশ্রেণির মানুষই সুবিধা পাচ্ছে। দরিদ্ররা বঞ্চিত হয়েছে। মুদ্রাস্ফিতি আকাশ ছোঁয়া। ট্যাক্সে ছাড় দিয়ে কী হবে?' এখানেই শেষ নয় সেলফ হেল্প গ্রুপ, আইসিডিএস-এর জন্য কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি আরও বলেন,'বিনামূল্যে গ্যাস দেওয়ার জন্য উজ্জ্বলা প্রকল্প চালু করা হয়েছে, কিন্তু কেউ কি গ্যাস পেয়েছে?'

আরও পড়ুন - 

'আমাদের সঙ্গে তামাশা করা হচ্ছে', শেয়ার নিয়ে আদানিদের কটাক্ষ মহুয়া মৈত্রর

'মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন', বিশ্বভারতীর বিবৃতিতে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ

'বীরভূম আমি নিজে দেখব', কেষ্টর অনুপস্থিতিতে ভোটের কান্ডারী নিজের হাতেই নিলেন মমতা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল