'আমাদের সঙ্গে তামাশা করা হচ্ছে', শেয়ার নিয়ে আদানিদের কটাক্ষ মহুয়া মৈত্রর

শেয়ার নিয়ে আদানিদের কটাক্ষ মহুয়া মৈত্রর। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে আদানিদের তীব্র সমালোচনা তৃণমূল সাংসদের।

 

'আমাদের সঙ্গে তামাশা করা হচ্ছে।'তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র তীব্র সমালোচনা করলেন ধনকুবের গৌতম আদানির। নির্মলা সীতামণের বাজেট পেশের দিনেই গৌতম আদানি একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, নতুন শেয়ার ছাড়ার প্রক্রিয়া (FPO ) স্থগিত রেখেছে সংস্থা। বিবৃতিতে বলা হয়েছে, সংস্থাটি তার ২০,০০০ কোটি ফলো-অন শেয়ার বিক্রি করে রেখেছে। তারা আরও বলেছে, বাজারের অস্থিরতা বিবেচনা করে ফলো-অন পাবলিক অফার বা এফপিও বাতিল করেছে। পাশাপাশি সংস্থা জানিয়েছে , বিনিয়োগকারীদের দ্রুত অফপিও-র অর্থ ফেরত দেওয়া হবে।

আদানি-গোষ্ঠীর এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন মহুয়া মৈত্র। তিনি বলেন, 'আপনাপ সিজের শেয়ার ৩২০০ টাকায় কেনা খুবই ব্যায়বহুল। যখন আপনি বাজার থেকে আপনার নিজের শেয়ারই ২ হাজার টাকায় কিনবেন। ' মহুয়া বলেন, 'আমাদের সঙ্গে তামাশা করা হচ্ছে বোকা বানন হচ্ছে সেবিকে। যারা অর্থের উৎস প্রকাশ করবেন না।' বাজারে ব্যাপক কারসারি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদিন সকালে একটি টুইট করে মহুয়া কটাক্ষ করে বলে বলেন যেসব ভক্তরা আদানিদের পাশে দাঁড়াতে চাইছে তাদেরও সবদিক খতিয়ে দেখা জরুরি।

Latest Videos

গত সপ্তাহেই প্রকাশিত হয়েছিল হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট। তাতে বলা বলা হয়েছিল শেয়ারের দাম বাড়িয়ে দিয়েছে আদানিরা। এই রিপোর্ট প্রকাশের পর থেকেই আদানিদের শেয়ারের দাম পড়তে থাকে। যার প্রভাব পড়েছে ভারতের শেয়ার মার্কেটে।

আদানি এন্টারপ্রাইসের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে সংস্থার প্রধান গৌতম আদানি জানিয়েছেন, 'আজ বাজার নজিরবিহীন ছিল। এবং আমাদের শেয়ারের দাম দিনভর ওঠানামা করেছে। এই অসাধারণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কোম্পানির বোর্ড মনে করেছে যে ইস্যুটি নিয়ে এগিয়ে যাওয়ার নৈতিকভাবে ঠিক হবে না। বিনিয়োগকারীদের আগ্রহ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই তাদের সম্ভাব্য আর্থিক ক্ষতি থেকে রক্ষা করার জন্য বোর্ড এফপিএ নিয়ে না এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।' একই সঙ্গে আদানি এফপিএতে তাদের সমর্থন ও প্রতিশ্রুতির জন্য বিনিয়োগকারীদের ধন্যবাদ জনিয়েছেন। কারণ গতকাল সাবস্ক্রিপশন সফলভাবে বন্ধ হয়েছিল। গত সপ্তাহে শেয়ারর বাজারে অস্থিরতার পাশাপাশি কোম্পানির ব্যবসা ও পরিচালনার প্রতি বিনিয়োগকারীদের বিশ্বাস অটুট ছিল বলেও তিনি জানিয়েছেন।

আদানি গোষ্টীর স্টক ও বন্ডে বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছিল বুধবার। আদানি এন্টারপ্রাইসের শেয়ার ২৮ শতাংশ, আদানি পোর্ট ও স্পেশাল ইকোনামিক জোনের শেয়ার ১৯ শতাংশ কমেছে। দুটির জন্য বুধবার ছিল একটি খারাপ দিন।

আরও পড়ুনঃ

আদানি-গোষ্ঠীর কাছে থাকা জনগণের টাকা বাঁচাতে সরকার কী করছে? সংসদে আলোচনার দাবি কংগ্রেসের

FPO তুলে নিয়ে টাকা ফেরনোর কথা ঘোষণা আদানিদের, নির্মলার বাজেট পেশেরই বড় সিদ্ধান্ত গৌতম আদানির

Kolkata Metro Rail: শহরতলির মেট্রো যাত্রীদের জন্য সুখবর! রুবির মোড় পর্যন্ত মেট্রো চালু হবে দ্রুত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today