রাম নবমী উপলক্ষ্যে সকাল থেকেই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। আগেই এক কোটি হিন্দুকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছিলেন শুভেন্দু। পরবর্তীতে তিনি ৫০ লক্ষ হিন্দুকে রাস্তায় নামার আহ্বান জানান। তিনি বাংলার হিন্দুদের এক হতে বলেন।
511
শুভেন্দু উবাচ
রাম নবমীর দিন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নাম নাা করেই কার্যত হুংকার দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'এতে সবে সকাল দশটা! রাত দশটার মধ্যে বাংলা দখল হয়ে যাবে।'
611
শুভেন্দুর পোশাক
এদিন শুভেন্দু অধিকারীর পরনে ছিল হলুদ পাঞ্জাবি, মাথায় ছিল পাগড়ি। আর গলায় ছিল উত্তরীয়।
711
দিলীপ ঘোষ
পিছিয়ে নেই বিজেপি নেতা দিলীপ ঘোষ। নিজের এলকায় খড়গপুরে সকাল থেকেই সক্রিয় ছিলেন দিলীপ।
811
বাইক মিছিল
রাম নবমী উপলক্ষ্যে সকাল থেকেই এলাকায় বাইক মিছিল হয়। সেখানেই অংশ নেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
911
বুলেটে দিলীপ
বুলেট চেপেই বাইক মিছিলে অংশ নেন দিলীপ। যদিও তাঁর সতীর্থ শুভেন্দু অধিকারীর মাথায় হেলমেট ছিল। কিন্তু হেলমেটের তোয়াক্কা না করেই বাইকের চালকের আসনে বসেন দিলীপ।
1011
দিলীপ উবাচ
মর্নিং ওয়াকের সময় দিলীপ বলেছিলেন, 'জয় শ্রীরাম বললে যাঁদের বুক দুড়দুড় করে, তাঁরা আজ রাস্তায় বার হবেন না। হার্ট অ্যাটাক করতে পারে। কারণ সারা সমাজ আজ জয় শ্রীরাম বলছে। আর তা প্রতি বছর বাড়ছে। সবটাই রামের ইচ্ছেতেই হচ্ছে, হবেও।'
1111
নজর কাড়লেন দিলীপ
এদিন অবশ্য মুডেই ছিলেন দিলীপ ঘোষ। পোশাকেও নজর কেড়েছেন তিনি। রোদচশমা থেকে গেরুয়া পাগড়ি এদিন তাঁকে যথেষ্ট আত্মবিশ্বাসী লাগছিল। বিজেপি সূত্রের খবর সভপতি পদে ক্যামব্যাক করতেই পারেন দিলীপ।