বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়ে কালবৈশাখি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এপ্রিল মাসেই বঙ্গোপসাগরে তৈরি হবে দুটি নিম্নচাপ। এরফলে একটি নিম্নচাপ পরিণত হতে পাকে প্রবল ঘূর্ণিঝড়ে।
রবিবারের কলকাতার তাপমাত্রা ৩৭ থেকে ২৮ ডিগ্রী সেন্টিগ্রেটের মধ্যেই থাকবে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে তেমন পড়বে কিনা সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলেনি আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয় অফিস সূত্রে খবর, আগামী ৮ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর-পূর্ব ভারতেও। তবে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন।
চলতি এপ্রিল মাসে ভারতে বৃষ্টিপাত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন।
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
বৃষ্টির সঙ্গে বইতে পারো দমকা হাওয়া। পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।
অর্থাৎ এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যজুড়ে বর্জবিদ্যুৎ-সহ প্রবল ঝড়বৃষ্টি, শিলাবৃষ্টির হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
Deblina Dey