সম্প্রতি ডিএ নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে। সেখানেই ১০% ডিএর কথাও বলা হয়েছে।
510
পাবেন এরা
নির্দেশিকা অনুযায়ী রাজ্যের যেসব কর্মী ৫ম বেতন কমিশনের অধীনে বেতন পান তারাই ১০%-এর অধীনে ডিএ পাবেন। নবান্নের নির্দেশিকা অনুযায়ী ১ এপ্রিল থেকেই ১০% ডিএ কার্যকর হচ্ছে।
610
কত ডিএ পাবেন
নবান্নের নির্দেশিকা অনুযায়ী ১০% কার্যকর হলে রাজ্যের সরকারি কর্মীদের মোট ডিএ হবে ১৬১% থেকে ১৭১%।
710
পেনশনভোগীদের জন্য
পেনশনভোগীদের জন্যও এই নির্দেশিকা কার্যকর হচ্ছে বলেও জানিয়েছে নবান্ন।
810
রাজ্যে লাগু
রাজ্যে এখনও পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশন কার্যকর। সপ্তম বেতন কমিশনের সুপারিশ করা হয়েছে।
910
রাজ্যের কর্মীদের ডিএ
৪% ডিএ বৃদ্ধির পর রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বেড়ে হচ্ছে ১৮%।
1010
কেন্দ্রের সঙ্গে ফারাক
কেন্দ্র মাত্র ২% ডিএ বৃদ্ধি করেছে। রাজ্য বাড়িয়েছে ৪%। তারপরেই দুই সরকারি কর্মীদের ডিএর ফারাক প্রায় ৩৫%।