DA Hike: বাংলার এই সরকারি কর্মীদের ৪-এর বদলে ১০% মহার্ঘ ভাতা দিচ্ছে নবান্ন,জানুন তারা কারা

Published : Apr 05, 2025, 02:33 PM IST

DA Hike: পশ্চিমবঙ্গ সরকার ৪% হারে ডিএ ঘোষণা করলেও রাজ্যের একশ্রেণীর কর্মীরা পাবেন ১০% হারে মহার্ঘ ভাতা। পেনশনভোগীদের ক্ষেত্রেও এটি কার্যকর হবে। 

PREV
110
মহার্ঘ ভাতা ঘোষণা

বাজেট অধিবেশনের সময়ই পশ্চিমবঙ্গে সরকার রাজ্যের সরকারি কর্মীদের জন্য ৪% হারে ডিএ বৃদ্ধি করেছে। কার্যকর হল এপ্রিল থেকেই।

210
১০% ডিএ

পশ্চিমবঙ্গ সরকার ৪% হারে ডিএ ঘোষণা করলেও রাজ্যের একশ্রেণীর কর্মীরা পাবেন ১০% হারে মহার্ঘ ভাতা। পেনশনভোগীদের ক্ষেত্রেও এটি কার্যকর হবে।

310
এপ্রিলে বকেয়ার সঙ্গে বর্ধিত ডিএ

এপ্রিল মাসে খুশির খবর রাজ্যের সরকারি কর্মীদের জন্য। কারণ এই মাসেই তারা হাতে পাচ্ছেন নতুন ডিএ-এর সঙ্গে বকেয়া টাকাও।

410
১০ শতাংশ ডিএ কারা পাবেন?

সম্প্রতি ডিএ নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে। সেখানেই ১০% ডিএর কথাও বলা হয়েছে।

510
পাবেন এরা

নির্দেশিকা অনুযায়ী রাজ্যের যেসব কর্মী ৫ম বেতন কমিশনের অধীনে বেতন পান তারাই ১০%-এর অধীনে ডিএ পাবেন। নবান্নের নির্দেশিকা অনুযায়ী ১ এপ্রিল থেকেই ১০% ডিএ কার্যকর হচ্ছে।

610
কত ডিএ পাবেন

নবান্নের নির্দেশিকা অনুযায়ী ১০% কার্যকর হলে রাজ্যের সরকারি কর্মীদের মোট ডিএ হবে ১৬১% থেকে ১৭১%।

710
পেনশনভোগীদের জন্য

পেনশনভোগীদের জন্যও এই নির্দেশিকা কার্যকর হচ্ছে বলেও জানিয়েছে নবান্ন।

810
রাজ্যে লাগু

রাজ্যে এখনও পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশন কার্যকর। সপ্তম বেতন কমিশনের সুপারিশ করা হয়েছে।

910
রাজ্যের কর্মীদের ডিএ

৪% ডিএ বৃদ্ধির পর রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বেড়ে হচ্ছে ১৮%।

1010
কেন্দ্রের সঙ্গে ফারাক

কেন্দ্র মাত্র ২% ডিএ বৃদ্ধি করেছে। রাজ্য বাড়িয়েছে ৪%। তারপরেই দুই সরকারি কর্মীদের ডিএর ফারাক প্রায় ৩৫%।

Read more Photos on
click me!

Recommended Stories