By Election 2023: ধূপগুড়ি সহ ৬ রাজ্যের ৭ নির্বাচনী কেন্দ্রে ভোটগ্রহণ, বিধানসভা উপ-নির্বাচনে টানটান উত্তেজনা

Published : Sep 05, 2023, 06:57 AM ISTUpdated : Sep 05, 2023, 07:06 AM IST
Panchayat Election 2023 The Vote Casting Time and Date Total Seats Security

সংক্ষিপ্ত

৬টি রাজ্যের ৭টি কেন্দ্রই বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

৫ সেপ্টেম্বর, মঙ্গলবার ভারতের ৬টি রাজ্যের ৭টি কেন্দ্রে বিধানসভা উপ নির্বাচন রয়েছে। ৭টি কেন্দ্রই নব নির্মিত বিজেপি- বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৫ রাজ্যের বিধানসভা ও লোকসভা ভোটের আগে মঙ্গলবারের উপ নির্বাচন ভারতের বিরোধী জোটগুলির শক্তির জন্য একটা বড় পরীক্ষা হতে চলেছে। মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। বিকেল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হবে।

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি-সহ ঝাড়খণ্ডের দুমরি, উত্তরপ্রদেশের ঘোসি, উত্তরাখণ্ডের বাগেশ্বর, ত্রিপুরার বক্সানগর ও ধানপুর এবং কেরলের পুথুপল্লিতে আজ ভোটগ্রহণ হবে। এই ভোটের ফল প্রকাশিত হবে ৩ দিন পর, অর্থাৎ, আগামী ৮ তারিখ। 

উপ নির্বাচন উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের ধূপগুড়ি কেন্দ্রেও উত্তেজনা রয়েছে চরমে। এখানকার পূর্বতন বিধায়ক ছিলেন বিজেপি নেতা বিষ্ণুপদ রায়। উপ নির্বাচনে কাশ্মীরের জঙ্গি হামলায় শহিদ হওয়া  সিআরপিএফ সেনা জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়কে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে বিজেপি। অপরদিকে, তৃণমূল ও সিপিআইএম এখানে পৃথকভাবে প্রার্থী দিয়ে লড়াই করছে। 

আরও পড়ুন- 

Weather News: কলকাতা সহ বহু জেলায় ভারী বৃষ্টি সতর্কতা, বঙ্গের আবহাওয়ায় তাপমাত্রা অপরিবর্তনীয়
Kar Kache Koi Moner Kotha: 'পুতুল'-এর হাতে পুতুল, জন্মাষ্টমীতে কি বিশেষ পর্বের ইঙ্গিত দিলেন শ্রীতমা?

Jasprit Bumrah News: বুমরা পরিবারে নতুন সদস্য যোগ, যশপ্রীত-সঞ্জনার নতুন জীবনে দীনেশ কার্তিকের বিশেষ উপদেশ

PREV
click me!

Recommended Stories

লোকসভায় দাঁড়িয়ে কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন কী বলছেন
শেখ শাহজাহানকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বলছেন