উস্কানিমূলক মন্তব্য মামলা, মিঠুন চক্রবর্তীকে আপাতত স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট

Published : Mar 04, 2025, 09:53 PM IST
Mithun Chakraborty

সংক্ষিপ্ত

স্বস্তিতে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। উস্কানিমূলক মন্তব্য বিতর্কে 'মহাগুরু'কে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। জানিয়ে দিয়েছে আদালত। 

স্বস্তিতে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। উস্কানিমূলক মন্তব্য বিতর্কে 'মহাগুরু'কে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। জানিয়ে দিয়েছে আদালত।

গত বছর ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন অমিত শাহ। দলের কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তিনি। সেই সভাতে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তীও। তিনিও ভাষণ দেন। সেই সভাতে মিঠুন বলেছিলেন, 'এখানকার এক নেতা বলেছিলেন, হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভেবেছিলাম, মুখ্যমন্ত্রী তাঁকে কিছু বলবেন, বলেননি। কিন্তু আমি বলছি, তোমাকে তোমার মাটিতেই পুঁতে দেব।'মিঠুন চক্রবর্তীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বিধাননগর দক্ষিণ থানা ও বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। তারপরই আদালতের দ্বারস্থ হন মিঠুন চক্রবর্তী।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, অভিনেতার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এই প্রথম নয়, এর আগেও ছবির সংলাপ বলে বিতর্কে জড়িয়েছিলেন মিঠুন। তখনও মামলা দায়ের করা হয়েছিল।

বর্তমানে মিঠুন চক্রবর্তী বিজেপির সঙ্গে যুক্ত। তাঁকে বিজেপির একাধিক প্রচারসভায় দেখা যায়। একাধিক কর্মসূচিতেও যোগ দেন মিঠুন চক্রবর্তী। তাঁকে একাধিকবার কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস। একাধিক অভিযোগও মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Humayun Kabir : হুমায়ুনের ডিগবাজি না 'সেটিং'! ইস্তফা দিচ্ছেন না, থাকছেন তৃণমূলেই! কেন?
BJP News: মুর্শিদাবাদে বদলাচ্ছে রাজনীতির সমীকরণ! বড়ঞায় বিজেপিতে যোগ দিল শতাধিক নেতৃত্ব