শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ২৬টি মামলায় বড় নির্দেশ হাইকোর্টের, সমস্ত কেস ডায়েরি চাইলেন বিচারপতি

Published : Jul 18, 2024, 03:56 PM IST
SUVENDU HC

সংক্ষিপ্ত

রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এখনও পর্যন্ত ২৬টি অভিযোগ দায়ের করেছে রাজ্য ও কলকাতা পুলিশ। 

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত অভিযোগ বা এফআইআর-এর কেস ডায়েরি দেখতে হবে কলকাতা হাইকোর্টকে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশকে। রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের নথিপত্র জমার দিতে হবে আগামী ৮ অগাস্টের মধ্যে। তেমনই জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এখনও পর্যন্ত ২৬টি অভিযোগ দায়ের করেছে রাজ্য ও কলকাতা পুলিশ। এই ২৬টি মামলায় তাঁকে একসঙ্গে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এই ২৬টি মামলারই কেস ডায়েরি একসঙ্গে চেয়েছেন। এই মামলাগুলিতে শুভেন্দুকে রক্ষাকবচের যে নির্দেশ তিনি আগেই দিয়েছিলেন তাও বহাল রেখেছেন।

শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। তাঁর অন্তবর্তী নির্দেশের কারণে খালিস্তানি বিতর্কে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে চেয়েও পারেনি রাজ্য। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত অভিযোগ জানতে চেয়েই কেস ডায়েরি তলব করেছে হাইকোর্ট। তাতেই ওয়াকিবহাল মহলের অনুমান শুভেন্দুর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে পারেন বিচারপতি।

২০২২ সালে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের হয়েছিল। তাই নিয়ে আবেদন জানিয়ে ও রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা। আদালতে তাঁর আবেদন ছিল দলবদল অর্থাৎ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসার পর থেকেই তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ ইচ্ছেকৃতভাবে করছে রাজ্য পুলিশ। তাঁকে ফাঁসিয়ে দেওয়া ও কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। তিনি আবেদনে বলেছিলেন, হয় মামলাগুলি খারিজ করে দেওয়া হোক, নয়তো সিবিআই দিয়ে তদন্ত করা হোক। সেই মামলাতেই শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর-এর কেস ডায়েরি দেখতে চাইলেন বিচারপতি।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

BJP News: মোদীর ভাষণের পরই পটাশপুরে তৃণমূলে বড় ধাক্কা! ঘাশফুল ছেড়ে গেরুয়া পতাকা ধরলেন ৯ কর্মী
দীপু দাসের হত্যার প্রতিবাদে কোচবিহারে মিছিল হিন্দু জাগরণ মঞ্চের, দেখুন ভিডিও