এবার ইলেকট্রিক বিলে বিরাট ছাড় মমতা সরকারের! এত ইউনিট পর্যন্ত লাগবে না টাকা, ফ্রিতেই পাবেন বিদ্যুত পরিষেবা
কিছুতেই কমছে না গরম। জুলাই প্রায় শেষ হতে চলল। গরম থেকে বাঁচতে সমানে চলছে ফ্যান, এসি। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইলেকট্রিক বিল। বিল দিতে হাঁফ ছাড়ছেন সাধারণ মানুষ। তবে সাধারণ মানুষকে সুবিধা দিতে এবার বড় ঘোষণা করল রাজ্য সরকার।
বিদ্যুতের বিলে বিরাট ছাড় দিতে পারে পশ্চিমবঙ্গ সরকার। গরিবদের কথা মাথায় রেখে এক নতুন প্রকল্প শুরু করল মমতা বন্দ্যোপাধ্যায়। এই নতুন প্রকল্পের নাম 'হাসির আলো প্রকল্প'। এই প্রকল্পের মাধ্যমে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতে ছাড়া দিতে চলেছে রাজ্য সরকার।
হিসেব অনুযায়ী, নতুন প্রকল্প অনুযায়ী ৫১ থেকে -১০০ ইউনিট স্ল্যাবে প্রতি ইউনিট হিসাবে ১৮৭ টাকা ৫০ পয়সা পর্যন্ত ছাড় মিলতে পারে। তবে এই প্রকল্পের আওতায় সকলে আসবে না এবং যাদের বিপিএল কার্ড রয়েছে তারাই একমাত্র এই সুবিধা পাবেন।
তিন মাস অন্তর অন্তর যে বিদ্যুতের বিল আসত তাতেও পরিবর্তন আনা হবে। এতদিন পর্যন্ত বিদ্যুৎ বন্টন পর্ষদ ওরফে WBSEDCL গ্রাহকদের ৩ মাসের বিল একসঙ্গে পাঠান হত। এবার সেই নিয়মও আসছে বিরাট বদল। তাই এবার থেকে প্রতি মাসে বিল আসবে গ্রাহকদের কাছে।