সুপ্রিম কোর্ট শেষপর্যন্ত রাজ্যের সরকারি কর্মীদেরও পাশে দাঁড়িয়েছে। দ্রুত বকেয়া ২৫% মহার্ঘ ভাতা দিতে নির্দেশ দিয়েছে। তাই অনেকেই আশঙ্কা করছে কোপ পড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের মত প্রকল্পে।
212
মহার্ঘ ভাতা দিতে খরচ
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মহার্ঘ ভাতা দিতে রাজ্যের খরচ হবে প্রায় ১০ হাজার কোটি টাকা।
312
রাজ্যের আর্থিক অবস্থা
সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছেন রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়। ২৫% ডিএ দিতেই সমস্যা হবে।
এই অবস্থায় কোথা থেকে বকেয়া ডিএর টাকা মেটাবে নবান্ন? সেটাই লাখ টাকার প্রশ্ন। যদিও সরকার এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করেনি।
512
জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে প্রশ্ন
সরকার ও বিরোধীদের একাংশের মধ্যে কানঘুষো শোনা যাচ্ছে বিপুল পরিমাণ বকেয়া ডিএ দিতে গিয়ে রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির ওপর কোপ দিতে পারে।
612
প্রথম নামই লক্ষ্মীর ভাণ্ডার
রাজ্য সরকারের সবথেকে সফল প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার মহিলাদের টাকা দেয়। প্রত্যেক মাসে মহিলাদের হাতে হাজার টাকা করে দেয়। আর তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের দেয় ১৫০০ টাকা।
712
বাজেটে বাড়েনি টাকা
বাজেটে রাজ্য সরাকর ৪% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করলেও বাড়ায়নি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।
812
বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার দিতে খরচ
বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে পান রাজ্যের ২ কোটি ২১ লক্ষ মহিলা। টাকা খরচ হয় প্রায় ৬০ কোটি।
912
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আশা
আগামী দিনে এই প্রকল্পে সুবিধেভোগীর সংখ্যা আরও বাড়ান হতে পারে। টাকাও আরও বাড়ান হতে পারে বলেও আশা রয়েছে একাংশের।
1012
পাল্টা দাবি
যদিও অনেকেই বলছেন রাজ্য সরকারকে যদি ডিএর টাকা মেটাতে হয় তাহলে জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে কোপ দিতে হবে রাজ্য সরকারকে।
1112
কোন পথে নবান্ন
ডিএ মামলার নির্দেশ দেওয়ার পর এখনও নবান্নর পক্ষ থেকে কিছু জানান হয়নি। কিন্তু খুশি রাজ্যের সরকারি কর্মীরা। ডিএ প্রাপ্য - এটা সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে বলেও তাদের দাবি।
1212
ভোট বড় বালাই
কিন্তু আগামী বছর ভোট। আর জনকল্যাণমুখী প্রকল্প ভোটবাক্সে দারুণ ফল দেয়। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের মত প্রকল্প। তাই এই প্রকল্পগুলির ওপর কতটা কোপ নবান্ন দেবে তা নিয়েও প্রশ্ন রয়েছে।