DA Hike: ৫৯% মহার্ঘ ভাতা জুলাই মাস থেকেই? একটি কারণেই কপাল খুলে যাবে সরকারি কর্মীদের
DA Hike on July: জুলাই মাসে একপ্রস্থ মহার্ঘ ভাত বৃদ্ধি হতে পারে সরকারি কর্মীদের। ইতিমধ্যেই আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা। কারণ এই সূচক বাড়ছে।

জুলাই মাসে ডিএ বৃদ্ধি
কেন্দ্রীয় সরকার কেন্দ্রের সরকারি কর্মীদের বছরে দুইবার ডিএ বৃদ্ধি করে। জানুয়ারি আর জুলাই মাসে। জুলাই মাস হতে আর মাত্র দেড় মাস সময় রয়েছে।
জুলাই মাসে ডিএ কত বাড়বে
জুলাই মাসে কেন্দ্রীয় সরকার কতটা ডিএ বাড়াবে তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ শেষবার মাত্র ২ শতাংশ হারে ডিএ বেড়েছিল কেন্দ্রের সরকারি কর্মীদের।
কেন্দ্র সরকারি কর্মী সংখ্যা
কেন্দ্রীয় সরকারের প্রাক্তন আর বর্তমান মিলিয়ে প্রায় ১.২ কোটি কর্মী। শেষবার মাত্র ২ শতাংশ ডিএ বৃদ্ধির কারণে তারা রীতিমত হতাশ ছিলেন।
কেন্দ্রের ডিএ নির্ভর
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ নির্ভর করে CPI-IW সূচকের ওপর। শ্রম মন্ত্রক মার্চ মাসের ডেটা প্রকাশ করেছে। তারই ভিত্তিতে সরকারি কর্মীদের অনুমান আগের বারের থেকে এবার ডিএ বেশি বাড়বে।
মার্চের সূচক
পরিসংখ্যান অনুযায়ী মার্চ মাসের সূচক বেড়ে হয়েছে ১৪৩.০। জানুয়ারিতে ছিল ১৪৩.২।
সূচকের ওপর নির্ভর করে ডিএ
CPI-IW সূচকের ওপর নির্ভর করে ডিএ। এটি বাড়লে ডিএ বাড়ে। আর এটি কমলে ডিএ কমে। সম্প্রতি সূচক বৃদ্ধি পেয়েছে। তাাই লক্ষ লক্ষ সরকারি কর্মী আশাবাদী আগামীতে তাদের ডিএ বাড়ছে।
বর্তমন ডিএ
বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মীর ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। শেষবার ২ শতাংশ হারে ডিএ বেড়েছে। জুলাই থেকে যদি ৫৯ শতাংশ ডিএ হয় তাহলে তাদের সুবিধে হবে বলেও দাবি করছে।
ডিএ হিসেব করার নিয়ম
সপ্তম বেতন কমিশন অনুযায়ী ডিএ হিসেব করা হয় গত ১২ মাসের CPI-IW ডেটার গড় অনুযায়ী। মুদ্রাস্ফীতির প্রভাব থেকে কর্মীদের রক্ষা করতে ডিএ আর ডিআর বৃদ্ধি করা হয়।
সপ্তম বেতন কমিশনের মেয়াদ
সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছর ডিসেম্বর মাসে। ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে মোদী সরকার।
অষ্টম বেতন কমিশনে ডিএ
অষ্টম বেতন কমিশনে ডিএ এই বিষয়টা থাকবে কিনা তা নিয়েও আলোচনা হচ্ছে।
অষ্টম বেতন কমিশন লাগু
অষ্টম বেতন কমিশন কবে থেকে লাগু হবে তা স্পষ্ট নয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে।
ডিএ বাড়া নিয়ে আশাবাদী
তবে সরকারি কর্মীদের একাংশ ডিএ বৃদ্ধি নিয়ে আশবাদী। পুজোর আগে তারা মোটা টাকা হাতে পাবেন বলেও মনে করছেন।

