'কেন ভাতা দেওয়া হবে?' মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা

Published : Jun 03, 2025, 07:21 PM IST

SSC Group C and Group D: সম্প্রতি রাজ্য সরকার এসএসসি গ্রুপ সি ও ডি-র চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল। তারই বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মমলা।

PREV
112
ভাতা দেওয়ার নিয়েও মামলা

এবার ভাতা দেওয়া নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

212
এসএসসি গ্রুপ সি ও ডিকে ভাতা

সম্প্রতি রাজ্য সরকার এসএসসি গ্রুপ সি ও ডি-র চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল। এসএসসি গ্রুপ সি ও ডি-কে মাসিক ২৫ হাজার ও ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার।

312
তার বিরুদ্ধে মামলা

এবার তার বিরুদ্ধেই মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। একটা নয়। রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে একই সঙ্গে চারটি মামলা দায়ের হয়েছে।

412
শুনানি

আগামী ৯ জুনের পর এই মামলাগুলির শুনানি হতে পারে বলেও কলকাতা হাইকোর্ট সূত্রের খবর।

512
আবেদনকারীদের দাবি

রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলাকারীদের দাবি করেছেন, যদি ভাতা দিতেই হয় তাহলে ওই বছর আবেদনকারী সব চাকরিপ্রার্থীকে ভাতা দেওয়া হোক। অন্যথায় রাজ্যের সিদ্ধান্ত বাতিল করা হোক।

612
মামলাকারীদের প্রশ্ন

কেন শুধু চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়া হবে? এঁদের মধ্যে অযোগ্য বা টেন্টেড-রাও রয়েছেন। অথচ যাঁরা অপেক্ষমাণ তালিকায় (ওয়েটিং লিস্ট-এ) ছিলেন, বা দুর্নীতির কারণে যাঁরা চাকরি পাননি, তাঁরা ভাতা পাবেন না কেন?

712
আইনজীবীর বক্তব্য

মামলাকারীদের আইনজীবী ফৌরদৌস শামিম বলেন, 'ভাতা দিতে হলে সকলকে দেওয়া দরকার। তাতে নির্দিষ্ট করে কারও অধিকার থাকতে পারে না।' তিনি আরও বলেছেন, যাদের চাকরিগেছে তাদের মধ্যে অনেকেই দুর্নীতি করে চাকরি পেয়েছেন। তারা যে অযোগ্য নয় তার প্রমাণ কী? তিনি মনে করিয়ে দিয়েছেন পুরো প্যানেলই সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে।

812
র্নীতি করে চাকরিতে ভাতা কেন?

মামলাকারীদের বক্তব্য দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের কেন ভাতা দেওয়া হবে।

912
সুপ্রিম কোর্টের নির্দেশ

২০১৬ সালের এসএসসির পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তারই প্রেক্ষিতে চাকরি গেছে ২৬ হাজারের। যারমধ্য়ে রয়েছে স্কুলের গ্রুপ সি ও ডি কর্মী। শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে ও বেতন দিতে নির্দেশ দিলেও সংশ্লিষ্টদের জন্য আলাদা কোনও নির্দেশ দেয়নি।

1012
অথৈজলে গ্রুপ সি আর ডি

সুপ্রিম কোর্টের এই নির্দেশে অথৈজলে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা। তাদের জন্যই বিশেষ ভাতার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

1112
রাজ্যের সিদ্ধান্ত

চাকরি চলে যাওয়ায় তাঁদের পরিবারের উপর প্রভাব পড়ছে। তাই গোটা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভাতা হিসাবে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

1212
সেখনেও মামলা বাধা

কিন্তু সেখানেও মামলা তৈরি করে বাধা দিচ্ছে বাকি চাকরিপ্রার্থীরা।

Read more Photos on
click me!

Recommended Stories