অনুব্রতকে বিক্রিই করেননি লটারির টিকিট, আরও জটিল হল লটারি রহস্যের জট

Published : Nov 04, 2022, 11:35 PM IST
Anubrata Mondal

সংক্ষিপ্ত

চলতি বছরের জানুয়ারি মাসে এই লটারি সংস্থার ওয়েবসাইটে এক কোটি টাকার বিজেতা হিসেবে নাম উঠে আসে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। কেষ্টর লটারি জেতা নিয়ে বিস্তর জলঘোলা হলেও হেয়ালি কাটেনি।

অনুব্রতর লটারি ঘিরে ক্রমেই বাড়ছে জট। সিবিআই-এর জেড়ার মুখে কেষ্টকে লটারির টিকিট বিক্রির কথা অস্বীকার করলেন বোলপুরের লটারি বিক্রেতা। যার ফলে আরও জোড়ালো হল তদন্তকারীদের সন্দেহ। তবে কি কালো টাকা সাদা করার উদ্দেশ্যেই এই লটারি? প্রশ্নের উত্তর খুঁজতেই শুক্রবার লটারি দোকানে হানা দিয়েছিল সিবিআই।

শুক্রবার বোলপুরের লটারি দোকানে অভিযান চালিয়ে অনুব্রতর লটারি সংক্রান্ত সমস্ত নথি নিয়ে বোলপুরে সিবিআই-এর অস্থায়ী শিবিরে নিয়ে আসার নির্দেশ দেয় তদন্তকারী সংস্থা। বিকেলের মধ্যেই নথি নিয়ে সিবিআই আধিকারিকদের কাছে পৌঁছয় লটারির টিকিট বিক্রেতা এবং তাঁর দোকানের কর্মীরা। সেখানেই বিক্রেতা জানান, অনুব্রত মণ্ডলকে টিকিট বিক্রি করেননি তিনি।

চলতি বছরের জানুয়ারি মাসে এই লটারি সংস্থার ওয়েবসাইটে এক কোটি টাকার বিজেতা হিসেবে নাম উঠে আসে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। কেষ্টর লটারি জেতা নিয়ে বিস্তর জলঘোলা হলেও হেয়ালি কাটেনি। এরপর ফের একবার কোটি টাকার লটারি জেতেন তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী রুচিরা গুপ্ত। এরপরই ডিয়ার লটারি প্রসঙ্গে তোপ দেগেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথায় 'ডিয়ার লটারি আদতে ভাইপো লটারি।' ঘটনার পরই সিবিআই-এর সন্দেহের তালিকায় আগে এই লটারি সংস্থা। জোরকদমে শুরু হয় তদন্তও।

গত মঙ্গলবার গোরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা জন্য নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়। একই সপ্তাহের শুক্রবার বোলপুরের গাঙ্গুলি লটারি দোকানে পৌঁছয় সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, তদন্তকারীদের সন্দেহ এই লটারির মাধ্যমে গোরুপাচারের মোতা অঙ্কের কালো টাকা সাদা করা হত। মঙ্গলবার এই প্রসঙ্গে লটারি এজেন্টকে জেরাও করা হয়। অনুব্রত মণ্ডল আদৌ নিজে গিয়ে লটারির টিকিট কেটেছিলেন নাকি অন্য কারোর মাধ্যমে টিকিট কেটেছিলেন সেবিষয়ও জানতে চাওয়া হয়।

শুক্রবার সকালে গোতা ঘটনাটি খতিয়ে দেখতে সোজা বোলপুরের লটারি দোকানে পৌঁছয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সূত্রের খবর সিবিআই-এর তরফে নোটিশ দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডলের লটারি সংক্রান্ত যাবতীয় নথি যত দ্রুত সম্ভব সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন - 

ভারত জোড়ো যাত্রা ভিডিওতে কেজিএফ ২ গান, কপিরাইট লঙ্ঘনের দায়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা

১১ দিনের লড়াই শেষ, ডেঙ্গির কাছে হার মানলেন বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসক অনির্বাণ হজরা

আগের টেটে ৮২ নম্বর পেলেই বসা যাবে আসন্ন টেট পরীক্ষায়, লক্ষাধিক প্রার্থীকে বড় সুযোগ দিল কলকাতা হাইকোর্ট

PREV
click me!

Recommended Stories

Mamata Banerjee: ‘তৃণমূল বিজেপির কাছে মাথা নত করে না!’ কোচবিহারে রণহুংকার মমতার
BJP News: নিউটাউনে তৃণমূলের বাড়ল অস্বস্তি! গেরুয়া শিবিরে দুই নেতা-কর্মীর যোগদান