প্রাথমিকে নিয়োগ মামলার 'নাটেরগুরু' পার্থ! সুপারিশকারী-সহ ৩২৪ জনের নামের তালিকায় CBI-এর হাতে
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। এই দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। কীভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে তার গুরুত্বপূর্ণ নথি হাতে রয়েছে সিবিআই-এর।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। এই দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। কীভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে তার গুরুত্বপূর্ণ নথি হাতে রয়েছে সিবিআই-এর।
210
সিবিআই-এর হাতে নথি
সিবিআই-এর হাতে যে নথি রয়েছে তাতে স্পষ্ট হয়েছে কারা কারা চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করেছিল। তাতেই দেখা যাচ্ছে বিজেপির দুই নেতার নামও রয়েছে সেই কালিরায়।
310
সুপারিশ করেছিলেন কারা
চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী ভারতী ঘোষ! প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এমনই একটি নাম-তালিকা পেয়েছে সিবিআই। তালিরায় নাম রয়েছে মমতাবালা ঠাকুর আর তৃণমূল নেতা সওকত মোল্লার।
Related Articles
410
তবল করেনি সিবিআই
যদিও সিবিআই এদের কাউকেই তলব করেনি। ২০১৪ সালের প্রাথমিকের পরীক্ষায় দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ২০২২ সাল থেকে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। যদিও যে সময়ের ঘটনা সেই সময় ভারতী বা দিব্যেন্দু অধিকারী কেউ ছিলেন না বিজেপিতে। ভারতী ঘোষ ছিলেন পুলিশ আধিকারিক। আর দিব্যেন্দু ছিলেন তৃণমূলে।
510
৩২৪ নাম সুপারিশ
সূত্রের খবর সিবিআই-এর হাতে যে নথি রয়েছে তাতে ৩২৪ জনের নাম সুপারিশ করা হয়েছিল। সুপারিশকারীর নামের নিচেই চাকরি প্রার্থীদের নাম লেখা হয়েছিল।
610
কীভাবে হয়েছিল দুর্নীতি
সিবিআই-এর হাতে এমন তথ্য রয়েছে যাতে স্পষ্ট হয়ে যায় কী করে হয়েছিল প্রাথমিকে নিয়োগ দুর্নীতি। কারা কারা আসতেন পার্থ চট্টোপাধ্যায়ের চেম্বারে। পার্থ 'ঘনিষ্ট' আধিকারিক সব তথ্য দিয়েছেন।
710
পার্থ 'ঘনিষ্ট' অফিসার
সিবিআইকে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের সেই সময় অফিসার অন স্পেশাল ডিউটি প্রবীর বন্দ্যোপাধ্য়ায় একাধিক তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের চেম্বারেই বসেই তৈরি হয়েছিল নিয়োগ দুর্নীতির খসড়া।
810
প্রবীরের বয়ান
সিবিআই সূত্রের খবর, বিকাশ ভবন থেকে যে নথি তারা পেয়েছিলেন সেই নথি দেখান হয়েছিল প্রবীর বন্দ্যোপাধ্যায়কে। তিনি জানিয়েছেন চাকরিপ্রার্থীদের নামের সুপারিশ সম্পর্কে তিনি অবগত ছিলেন।
910
নামের তালিকা তৈরি
সিবিআই সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ির চেম্বারে বসেই তৈরি করা হয়েছিল অবৈধ চাকরিপ্রার্থীদের নামের তালিকা। তৎকালীন নেতানেত্রীদের সুপারিশ মেনেই তৈরি হয়েছিল তালিকা।
1010
প্রবীরের দাবি
প্রবীর সিবিআইকে জানিয়েছিলেন, যে ৩২৪ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা তৈরি হয়েছিল, তাঁদের মধ্যে দু’জন বাদে কাউকেই তিনি চিনতেন না। যে দু’জনকে তিনি চিনতেন, তাঁদের নাম স্নেহাংশু ঘোষ এবং অরূপ নন্দী। তাঁরা প্রায়ই মন্ত্রীর সঙ্গে দেখা করতে অফিসে আসতেন বলে দাবি করেছিলেন প্রবীর।