শনিবার-রবিবার ফের বন্ধ বেশ কিছু লোকাল ট্রেন, কীভাবে যাতায়াত করবেন এই লাইনের যাত্রীরা?

Published : Feb 14, 2025, 04:41 PM IST

হাওড়া স্টেশন ও হুগলি জেলার বিভিন্ন স্টেশনের মধ্যে যাতায়াতের জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ লোকাল ট্রেনের উপর নির্ভর করে থাকেন। তবে এই শনিবার ও রবিবার একাধিক লাইনে লোকাল ট্রেন বন্ধ থাকছে। ফলে যাঁদের নানা কাজে যাতায়াত করতে হবে, তাঁরা সমস্যায় পড়বেন।

PREV
110
এবারের সপ্তাহান্তে ফের হাওড়া স্টেশন থেকে ফের বন্ধ থাকছে বেশ কিছু লোকাল ট্রেন

শনিবার ও রবিবার হাওড়া স্টেশন থেকে বন্ধ থাকছে বেশ কয়েকটি লোকাল ট্রেন। ফলে বিভিন্ন কাজে যাঁদের যাতায়াত করতে হবে, তাঁরা সমস্যায় পড়তে চলেছেন।

210
শনিবার ও রবিবার মিলিয়ে হাওড়া স্টেশন থেকে মোট ২৯টি লোকাল ট্রেন বন্ধ থাকছে

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার হাওড়া স্টেশন থেকে তিনটি লোকাল ট্রেন বন্ধ থাকছে। রবিবার ২৬টি লোকাল ট্রেন বন্ধ থাকছে।

310
একাধিক সেতুর রক্ষণাবেক্ষণের জন্য হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেন বন্ধ থাকছে

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, দিয়ারা ও সিঙ্গুর স্টেশনের কাছে যে দু'টি সেতু আছে, সেগুলির সংস্কারের কাজ চলবে। এই কারণেই শনিবার ও রবিবার এই লাইনে লোকাল ট্রেন বন্ধ থাকছে।

410
শনিবার তিনটি হাওড়া-তারকেশ্বের লোকাল ট্রেন বন্ধ থাকছে, সমস্যায় যাত্রীরা

শনিবার বন্ধ থাকছে ৩৭৩৪৯ হাওড়া-তারকেশ্বর লোকাল, ৩৭৩৫১ হাওড়া-তারকেশ্বর লোকাল, ৩৭৩৫৪ তারকেশ্বর-হাওড়া লোকাল ট্রেন।

510
শনিবারের পর রবিবারও বন্ধ থাকতে চলেছে ৬টি হাওড়া-তারকেশ্বর লোকাল ট্রেন

রবিবার হাওড়া স্টেশন থেকে বন্ধ থাকছে ৩৭৩০৯ হাওড়া-তারকেশ্বর লোকাল, ৩৭৩৫৩ হাওড়া-তারকেশ্বর লোকাল, ৩৭৩১১ হাওড়া-তারকেশ্বর লোকাল, ৩৭৩১৩ হাওড়া-তারকেশ্বর লোকাল, ৩৭৩১৫ হাওড়া-তারকেশ্বর লোকাল, ৩৭৩১৭ হাওড়া-তারকেশ্বর লোকাল ট্রেন।

610
রবিবার হাওড়া স্টেশন থেকে একজোড়া হাওড়া-গোঘাট লোকাল ট্রেন বন্ধ থাকছে

রবিবার বন্ধ থাকতে চলেছে ৩৭৩৭১ হাওড়া-গোঘাট লোকাল, ৩৭৩৭৩ হাওড়া-গোঘাট লোকাল।

710
রবিবার হাওড়া স্টেশনের পাশাপাশি শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল ট্রেনও বন্ধ থাকছে

রবিবার বন্ধ থাকছে ৩৭৪১১ শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল, ৩৭৪১৫ শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল ট্রেন।

810
রবিবার হাওড়া-আরামবাগ, হাওড়া-হরিপাল লোকাল ট্রেনও বন্ধ থাকতে চলেছে

রবিবার বন্ধ থাকছে ৩৭৩৫৯ হাওড়া-আরামবাগ লোকাল ট্রেন। এছাড়া ৩৭৩০৭ হাওড়া-হরিপাল লোকাল ট্রেনও বন্ধ থাকছে।

910
রবিবার তারকেশ্বর স্টেশন থেকে হাওড়ার দিকে রওনা হবে না ৮টি লোকাল ট্রেন

রবিবার বন্ধ থাকছে ৩৭৩১২ তারকেশ্বর-হাওড়া লোকাল, ৩৭৩১৪ তারকেশ্বর-হাওড়া লোকাল, ৩৭৩১৬ তারকেশ্বর-হাওড়া লোকাল, ৩৭৩১৮ তারকেশ্বর-হাওড়া লোকাল, ৩৭৩২০ তারকেশ্বর-হাওড়া লোকাল, ৩৭৩৫৬ তারকেশ্বর-হাওড়া লোকাল, ৩৭৩২২ তারকেশ্বর-হাওড়া লোকাল, ৩৭৩২৮ তারকেশ্বর-হাওড়া লোকাল ট্রেন।

1010
রবিবার তারকেশ্বর-শেওড়াফুলি, গোঘাট-হাওড়া, আরামবাগ-হাওড়া লোকাল ট্রেনও বন্ধ থাকছে

রবিবার বন্ধ থাকছে ৩৭৪১২ তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল, ৩৭৪১৬ তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল, ৩৭৩৭২ গোঘাট-হাওড়া লোকাল, ৩৭৩৯০ গোঘাট-তারকেশ্বর লোকাল, ৩৭৩৬০ আরামবাগ-হাওড়া লোকাল, ৩৭৩০৮ হরিপাল-হাওড়া লোকাল ট্রেন।

click me!

Recommended Stories