দুপুর গড়িয়ে সন্ধ্যে, ৬ ঘণ্টারও বেশি সময় ধরে সিবিআই-এর জেরার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়

শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে তাঁকে জেরা করা হচ্ছে। শনিবার বেলা ১১টা নাগাদ নিজাম প্যালেসে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৬ ঘণ্টা ধরে জেরা চলছে। 

৬ ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করা হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে তাঁকে জেরা করা হচ্ছে। শনিবার বেলা ১১টা নাগাদ নিজাম প্যালেসে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিবেদন লেখার সময় অর্থাৎ সন্ধ্যে সাড়ে ৬টাতেও নিজাম প্যালেস থেকে বার হতে পারেননি অভিষেক।

দীর্ঘ দিন ধরেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই জেরা করতে চেয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু আইনি বাধা থাকায় তা করতে পারেনি। তবে এদিন সিবিআই অফিসে হাজিরা দেওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ারও কথা বলেন। হাজিরা দেওয়ার আগেই সিবিআইকে এটি চিঠি লিখে অভিষেক জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চান। পাশাপাশি তাঁকে ২৪ ঘণ্টারও কম সময় তলব করার কথাও তিনি চিঠিতে লিখেছেন। তিনি বলেছেন এই বিষয়ে তিনি অত্যান্ত অবাক হয়েছেন।

Latest Videos

সূত্রের মতে, সিবিআই অফিসাররা টিএমসি নেতাকে জিজ্ঞাসা করেছিলেন বলে মনে করা হচ্ছে কেন স্কুল চাকরি কেলেঙ্কারির একজন অভিযুক্ত কুন্তল ঘোষ অভিযোগ করেছেন যে তাকে তার নাম দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। অভিষেক বলেছিলেন যে কুন্তল ঘোষের বক্তব্যের কারণ সম্পর্কে তার কোনও ধারনা নেই। তেমনটাই মনে করা হচ্ছে। সম্প্রতি কুন্তল ঘোষ অভিযোগ করেন সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য তাঁর ওপর চাপ তৈরি করছে।

যাইহোক অভিষেককে জিজ্ঞাসাবাদের দিনই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুজয় কৃষ্ণ ভদ্র , যিনি কালীঘাটের কাকু নামে পরিচিত তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালায়। এখনও পর্যন্ত সেই অভিযানও চলছে বলে সূত্রের খবর। যদিও আগেই অর্থাৎ ১৫ মার্চ সিবিআই জেরা করেছিল সুজয় কৃষ্ণ ভদ্রকে। নিয়োদ দুর্নীতিকাণ্ডে যে টাকা তোলা হত তা তার কাছে জমা দেওয়া হত বলেও অভিযোগ উঠেছিল।

তবে শুক্রবারই অভিষেককে তলব করে সিবিআই। কয়েক ঘণ্টার নোটিশেই হাজিরা দিতে নির্দেশ দেয়। বাঁকুড়া থেকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি ছেড়ে রাতারাতি কলকাতায় ফিরে আসেন অভিষেক। এই ঘটনায় রীতিমত উষ্মা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, অভিষেককে হেনস্থা করা হচ্ছে। সেই কারণেই তৃণমূল নেতার পিছনে ইডি আর সিবিআই লাগিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি বলেন অভিষেক কাউকে ভয় পায় না। একই কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তিনিও জানিয়েছিলেন তিনি তদন্তে সবরকম সহযোগিতা করবেন।

আরও পড়ুনঃ

আবারও তুঘলকি ও অদ্ভূত সিদ্ধান্ত, ২০০০ টাকার নোট বাতিলের তীব্র সমালোচনা মমতার

Abhishek Banerjee: শনিবার সিবিআই অফিসে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কড়া নিরাপত্তা নিজাম প্যালেসে

সিবিআই-এর সমনের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জানালেন কী হবে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির

 

 

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya