সুপ্রিম কোর্টে শুনানি শেষ হতেই আরজি কর ছুঁটল সিবিআই, জরুরি বিভাগে চলছে তদন্ত

Published : Sep 09, 2024, 05:13 PM IST
Eyewitnesses are CBI s big tool in RG Kar doctor rape and murder case know what she said bsm

সংক্ষিপ্ত

 পরের মঙ্গলবার ফের শুনানি। তার আগে সিবিআইকে আরজি কর কাণ্ডের তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে। সে কারণে ফের আরজি করে গেল সিবিআই কর্তারা। 

ফের আরজি করে তদন্তকারীর দল। সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের শুনানি শেষ হতেই সোমবার দুপুর আরজি কর হাসপাতালে গেলেন সিবিআই। আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের বিল্ডিংয়ে প্রবেশ করেন তদন্তকারীরা। এই জরুরি বিভাগের বিল্ডিংয়ে প্রবেশ করেন তদন্তকারীরা। প্রসঙ্গত, এই জরুরি বিভাগের চার তলার সেমিনার হল থেকে গত ৯ অগস্ট উদ্ধার হয়েছিল চিকিৎসকের দেহ। অভিযোগ, ধর্ষণ এবং খুন করা হয়েছে চিকিৎসককে।

বর্তমানে আরজি করের তদন্ত করছে সিবিআই। সোমবার সুপ্রিম কোর্টে তারা রিপোর্ট জমা গিয়েছে। ঘটনায় ফরেন্সিক রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা পুলিশের দেওয়া এই রিপোর্ট তারা দিল্লির এমসে পাঠাতে চায়। তেমনই কে নমুনা সংগ্রহ করেছে তা জানতে চায় সিবিআই। তারা দাবি করেন, এই ধরনের ঘটনার পর প্রথম পাঁচ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তারা পাঁচ দিন পরে গিয়েছে সেই স্থানে। তখন কিছু কিছু পাল্টে গিয়েছে বলা দাবি।

পরের মঙ্গলবার ফের শুনানি। তার আগে সিবিআইকে আরজি কর কাণ্ডের তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে। সে কারণে ফের আরজি করে গেল সিবিআই কর্তারা। জরুরি বিভাগের পাশাপাশি মর্গ, অধ্যক্ষের ঘরেও গিয়েছিলেন তারা।

আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে হয় আরজি কর মামলার শুনানি। গতকাল ফের হয়েছে রাত দখন কর্মসূচি। তার আগে ৫ সেপ্টেম্বর বৃহসপতিবার আরজি কর কাণ্ডের শুনানি হওয়ার কথা ছিল। সেদিন প্রধান বিচারপতি উপস্থিত থাকতে না পারায় শুনানি পিছিয়ে যায়। আজ সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেবে সিবিআই।

 

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
রাত বাড়তেই স্বাভাবিকের নীচে নামল পারদ, বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? রইল বিরাট আপডেট