সুপ্রিম কোর্টে শুনানি শেষ হতেই আরজি কর ছুঁটল সিবিআই, জরুরি বিভাগে চলছে তদন্ত

 

পরের মঙ্গলবার ফের শুনানি। তার আগে সিবিআইকে আরজি কর কাণ্ডের তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে। সে কারণে ফের আরজি করে গেল সিবিআই কর্তারা।

 

Sayanita Chakraborty | Published : Sep 9, 2024 11:43 AM IST

ফের আরজি করে তদন্তকারীর দল। সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের শুনানি শেষ হতেই সোমবার দুপুর আরজি কর হাসপাতালে গেলেন সিবিআই। আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের বিল্ডিংয়ে প্রবেশ করেন তদন্তকারীরা। এই জরুরি বিভাগের বিল্ডিংয়ে প্রবেশ করেন তদন্তকারীরা। প্রসঙ্গত, এই জরুরি বিভাগের চার তলার সেমিনার হল থেকে গত ৯ অগস্ট উদ্ধার হয়েছিল চিকিৎসকের দেহ। অভিযোগ, ধর্ষণ এবং খুন করা হয়েছে চিকিৎসককে।

বর্তমানে আরজি করের তদন্ত করছে সিবিআই। সোমবার সুপ্রিম কোর্টে তারা রিপোর্ট জমা গিয়েছে। ঘটনায় ফরেন্সিক রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা পুলিশের দেওয়া এই রিপোর্ট তারা দিল্লির এমসে পাঠাতে চায়। তেমনই কে নমুনা সংগ্রহ করেছে তা জানতে চায় সিবিআই। তারা দাবি করেন, এই ধরনের ঘটনার পর প্রথম পাঁচ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তারা পাঁচ দিন পরে গিয়েছে সেই স্থানে। তখন কিছু কিছু পাল্টে গিয়েছে বলা দাবি।

Latest Videos

পরের মঙ্গলবার ফের শুনানি। তার আগে সিবিআইকে আরজি কর কাণ্ডের তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে। সে কারণে ফের আরজি করে গেল সিবিআই কর্তারা। জরুরি বিভাগের পাশাপাশি মর্গ, অধ্যক্ষের ঘরেও গিয়েছিলেন তারা।

আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে হয় আরজি কর মামলার শুনানি। গতকাল ফের হয়েছে রাত দখন কর্মসূচি। তার আগে ৫ সেপ্টেম্বর বৃহসপতিবার আরজি কর কাণ্ডের শুনানি হওয়ার কথা ছিল। সেদিন প্রধান বিচারপতি উপস্থিত থাকতে না পারায় শুনানি পিছিয়ে যায়। আজ সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেবে সিবিআই।

 

Share this article
click me!

Latest Videos

সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
'পুলিশ তৃণমূলের কাউকে টাচ করতেই ভয় পায়' কেন! জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP vs TMC |
'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati